Advertisement
Advertisement
Alia Bhatt

তারকাদের বাড়িতে পরপর হামলা, নিজের নতুন বাংলোর ছবি ভাইরাল হতেই চটলেন আলিয়া

এবার এই ঘটনায় মুখ খুললেন আলিয়া।

Alia Bhatt Reacts Strongly To Viral Video Of Her New Luxury Bungalow In Mumbai
Published by: Arani Bhattacharya
  • Posted:August 26, 2025 8:16 pm
  • Updated:August 26, 2025 8:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় তিন বছর ধরে মুম্বইয়ে তৈরি হচ্ছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাংলো। প্রায় ২৫০ কোটি টাকা খরচ করে বানানো হয়েছে বিলাসবহুল এই বাংলো। সম্প্রতি এই বাংলোর ছবি ও ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয়েছে। এবার এই ঘটনায় মুখ খুললেন আলিয়া। রীতিমতো বিরক্তি প্রকাশ করে একটি পোস্ট করে সকলকে অনুরোধ করেছেন তাঁদের ঘরের অন্দরের গোপনীয়তা বাইরে প্রকাশ না করতে।

Advertisement

মঙ্গলবার একটি পোস্ট করেন আলিয়া। সেখানে তিনি স্পষ্ট লেখেন, ‘মুম্বইয়ের মতো একটি ব্যস্ত শহরে স্থানসংকুলানের সমস্যা তা আমি বুঝতে পারি। আর এর ফলে আপনার বাড়ি থেকে আপনার প্রতিবেশীর বাড়ির অন্দর আপনার নজরে পড়ে। কিন্তু তার মান এই নয় যে আপনি তাঁদের গোপনীয়তা বজায় রাখতে দেবেন না এবং তাঁদের বাড়ির ভিতরের ছবি তুলে কনটেন্ট হিসাবে পোস্ট করবেন। এটা খুবই দুঃখজনক বিষয়।’ আলিয়ার এই পোস্ট থেকে আর এক প্রশ্ন উঠে আসছে। মনে করা হচ্ছে বলিউডের একাধিক নামি ব্যক্তিদের বাড়িতে যেভাবে মাঝেমাঝেই বন্দুকবাজের হামলা হচ্ছে তাতে খানিক চিন্তার ভাঁজ পড়েছে জুনিয়র কাপুর দম্পতির কপালে তাঁদের নতুন বাংলোর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে। আগামী দিনে যাতে তাঁদের বাড়িতে এহেন কোনও ঘটনা না ঘটে তাই জন্যই হয়তো বাড়তি সচেতনতা অবলম্বন করতে তৎপর হয়েছেন রণবীর-আলিয়া।

উল্লেখ্য, রণবীর-আলিয়ার এই বাংলো মূলত তাঁদের পারিবারিক ঐতিহ্য বহন করে। এই বাংলো রাজ কাপুর ও তাঁর ঘরনি কৃষ্ণা রাজ কাপুরের স্মৃতিবিজড়িত। তাঁদের প্রয়াণের পর এই বাংলোয় থাকতেন ঋষি কাপুর ও নীতু কাপুর। আর এখন সেই বাংলো পুননির্মাণের পর এখানে খুব শিগগিরি যে রণবীর-আলিয়াও সেখানেই থাকবেন বলে শোনা যাচ্ছে। নতুন বাংলোতে গৃহপ্রবেশের সঠিক দিনক্ষণ দেখছেন কাপুরদম্পতি। সেইমতো পূজার্চনা করেই হবে। ঠাকুমা কৃষ্ণা রাজ কাপুরের স্মৃতিতে তাঁর নামেই এই বাংলোর নামকরণ করেছেন তাঁরা কৃষ্ণা রাজ কাপুর ম্যানশন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ