Advertisement
Advertisement
Alia Bhatt

‘আলিয়াকে চাই!’, ‘জওয়ান’ ছবির ট্রেলারে শাহরুখের আবদার শুনে কী বললেন রণবীর ঘরনি?

৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘জওয়ান’।

Alia Bhatt responds to her reference in Shah Rukh Khan's Jawan trailer| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 1, 2023 9:48 am
  • Updated:September 1, 2023 9:48 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখের জওয়ান ছবির ট্রেলার মুক্তি পেতেই হইচই। ঝলক দেখার পরই শাহরুখভক্তরা জওয়ান ঝড়ের জন্য প্রস্তুত হচ্ছেন। এমনকী, ট্রেলারের নানা সংলাপ, নানা দৃশ্যের প্রশংসায় মত্ত বাদশা অনুরাগীরা। ঠিক এমনই এক দৃশ্য নিয়ে উত্তাল হয়ে উঠল নেটপাড়া। যেখানে ট্রেন হাইজ্যাক করার পর, শাহরুখের আবদার… আলিয়াকে চাই!

Advertisement

আলিয়া ভাট ও শাহরুখ জুটি প্রশংসিত হয়েছিল ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে। তারপর থেকেই আলিয়া ও শাহরুখকে ফের একসঙ্গে দেখার জন্য অধীর অপেক্ষায় দর্শক। শোনা যাচ্ছে, জওয়ান ছবিতে নাকি এক ঝলক দেখতে পাওয়া যাবে আলিয়াকেও। তবে আপাতত, সংলাপেই আলিয়ার এন্ট্রি। আর শাহরুখের মুখে নিজের নাম শুনে আলিয়াও বলে উঠলেন, ”গোটা দেশ শুধু এসআরকে-কেই চায়! অসাধারণ ট্রেলার। ৭ সেপ্টেম্বর জলদি আসুক।”

[আরও পড়ুন: ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’, ‘জওয়ান’-এর রুদ্ধশ্বাস ট্রেলারে রবিনহুড শাহরুখ]

৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘জওয়ান’। তার প্রাক্কালেই বুধবার দক্ষিণী তারকাদের পাশে নিয়ে গ্র্যান্ড মিউজিক লঞ্চ করেন শাহরুখের। বিজয় সেতুপতি, প্রিয়ামণি, অনিরুদ্ধ আর-সহ একাধিক দক্ষিণী তারকাদের মধ্যমণি হয়ে একাই মঞ্চ মাতাতে দেখা গেল বলিউড কিং-কে। তবে নজরে পড়ল না নয়নতারার উপস্থিতি। সেখানেই ফাঁস হল ‘জওয়ান’ নিয়ে এক বড় তথ্য। চেন্নাইয়ের ৩ হাজার পরিবার উপকৃত হয়েছে শাহরুখের এই সিনেমা থেকে।

[আরও পড়ুন: মুম্বই সফরে বড় ঘোষণা মমতার! কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আসছেন শাহরুখ-সলমন]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ