Advertisement
Advertisement
Alia Bhatt

রাগ কমল আলিয়ার, ফটোশিকারিদের সামনে ফের হাসিখুশি মেজাজে রণবীর ঘরনি

ফটোশিকারিদের সঙ্গে ভাব জমিয়ে নিয়েছেন আলিয়া।

Alia Bhatt Screams 'Haanji' After Paparazzo Calls Out Her Name| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 24, 2023 11:11 am
  • Updated:February 24, 2023 11:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেজায় খেপে গিয়েছিলেন আলিয়া ভাট। আর খেপবেন নাই বা কেন, বলা নেই কওয়া নেই, আলিয়ার ব্যক্তিগত ছবি ভাইরাল করে দিয়েছিল পাপারাৎজ্জিরা! সোশ্যাল মিডিয়ায় সেকি হুঙ্কার তাঁর, এমনকী, পুলিশের দ্বারস্থও হয়েছিলেন তিনি। তবে আপাতত সব মিটেছে। রাগও কমেছে তাঁর। তাই তো ফের ফটোশিকারিদের সামনে পড়তেই আলিয়ার হাসিমুখ। ক্য়ামেরা ঝলকানির সামনে দাঁড়িয়ে পাপারাৎজ্জিদের আবদারও পূরণ করলেন আলিয়া। গাড়িতে উঠতে গিয়ে দিলেন নানা পোজ। লোকে বলছে, রণবীরের বুদ্ধিতেই নাকি ফটোশিকারিদের সঙ্গে ভাব জমিয়ে নিয়েছেন তিনি। কারণ, খবরে থাকতে হলে পাপারাৎজ্জিদের সঙ্গে বন্ধুত্ব অতি গুরুত্বপূর্ণ।

Advertisement

[আরও পড়ুন: দার্জিলিঙে পাহাড়কে সাক্ষী রেখে বাগদান সারলেন রূপাঞ্জনা মিত্র, পাত্র কে?]

তা ঠিক কী ঘটেছিল?

মঙ্গলবার বিকেলে বাড়ির এক কাচের জানলার সামনে বসে ফোনে কথা বলছিলেন আলিয়া। পরনে ছিল ঘরের সাধারণ পোশাক। হঠাৎই প্রতিবেশির বাড়ির ছাদ থেকে দুই ক্যামেরাম্যান ছবি তোলে আলিয়ার। আলিয়া সেটি বুঝতেও পারেন। সেই ছবি ভাইরাল হতেই নড়েচড়ে বসেন আলিয়া। আলিয়া লেখেন, এটা কোন ধরনের রসিকতা! নিজের বাড়িতে খুব স্বাভাবিক সময় কাটাচ্ছিলাম। দেখি দু’জন ব্যক্তি আমার প্রতিবেশীর বাড়ির ছাদে উঠে আমাকে লক্ষ্য করে ক্যামেরা তাক করেছেন! এটা কি সঠিক কাজ? এটা এক জনের গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ! সব কিছুর একটা সীমা রয়েছে। এরা সবটা অতিক্রম করে ফেলেছে!’ তবে এসব ভুলে এখন হাসিখুশি মেজাজেই দেখা গেল আলিয়াকে।

[আরও পড়ুন: দার্জিলিঙে পাহাড়কে সাক্ষী রেখে বাগদান সারলেন রূপাঞ্জনা মিত্র, পাত্র কে?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement