সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের রাষ্ট্রপতির নাম ভুল বলে বিতর্কে জড়িয়েছিলেন একদশক আগে! তার পর থেকে ‘সাধারণ জ্ঞান কিংবা বোধবুদ্ধির অভাবে’র জন্য বহুবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে আলিয়া ভাটকে। তবে করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন অনেকটাই পরিণত। সিনেপর্দায় তার প্রমাণ বহু আগেই দিয়েছেন। এবার বাস্তবজীবনেও বুদ্ধিমত্তার প্রমাণ দিলেন আলিয়া ভাট। কান-এর কার্পেটে আরেকটু হলে পোশাক বিভ্রাটের শিকার হতে হত, তবে বুদ্ধি খাটিয়ে তৎক্ষণাৎ যেভাবে পরিস্থিতির সামাল দেন আলিয়া, তাতে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ অনুরাগী তো বটেই, এমনকী বলিপাড়ার সহকর্মীরাও।
এক আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনী দূত হিসেবে কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছিলেন আলিয়া ভাট। ফ্রেঞ্চ রিভেরাঁয় মোট তিনটি লুকে ধরা দেন অভিনেত্রী। পয়লা দিনে প্যাস্টেল শেডের শিয়াপরেলি কালেকশনের বডিকন ড্রেসে চোখ ধাঁধিয়ে দেন। আবার কখনও বা রাতপার্টিতে তাঁর পোশাকে ফুটে ওঠে নক্ষত্র সমাহার! আর সমাপ্তি অনুষ্ঠানের দিন ‘গুচ্চি’ ব্র্যান্ডের তৈরি কাস্টমাইজড শাড়ি পরে ইতিহাসে গড়ে ফেললেন কাপুরদের সুপারস্টার বউমা। কারণ এই প্রথম সংশ্লিষ্ট সংস্থার তরফে শাড়ি তৈরি করা হল। আর ধূসর রঙের জালবোনা সেই শাড়ি পরেই ফ্রেঞ্চ রিভেরাঁর লাল গালিচায় সমস্ত স্পটলাইট কেড়ে নিলেন আলিয়া ভাট। সেদিনই ঘটে এক কাণ্ড!
আলিয়া যখন রেড কার্পেটে দাঁড়িয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিচ্ছেন, তখন আচমকাই গলা থেকে খসে পড়ে যাচ্ছিল তাঁর বহুমূল্য মালাবার গোল্ডস-এর সোনা এবং হিরের নেকলেস। তবে বিন্দুমাত্র ইতঃস্তত বোধ না করে প্রায় সকলের অগোচরেই আলতো করে ঘাড়ের কাছে হাত নিয়ে যান অভিনেত্রী। নেকলেসটিকে যথাস্থানে চেপে রেখে ঘাড়ে হাত দিয়ে পোজ দেন। আর সেই ছবিই এখন নেটভুবনে চর্চার শিরোনামে। প্রত্যুৎপন্নমতি আলিয়ার এহেন উপস্থিত বুদ্ধি প্রশংসা কুড়িয়েছে নেটপাড়ায়। অনেকে আবার গয়না প্রস্তুতকারক সংস্থাকে কটাক্ষ করেন এমন ভঙ্গুর হার তৈরি করার জন্য।
View this post on Instagram
শুক্রবার রাত থেকেই আলিয়া ভাটকে নিয়ে তোলপাড় নেটপাড়া। হাজার হোক, কাপুর পরিবারের বউমা বলে কথা! উপরন্তু তিনি বর্তমানে গ্লোবাল স্টার। ‘হার্ট অফ স্টোন’ ছবির সুবাদে পশ্চিমী বিনোদুনিয়াতেও বন্ধুর সংখ্যা বেড়েছে তাঁর। ২০২৪ সালে মেট গালায় পা রেখে সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে হলিউডের স্পটলাইট কেড়ে নিয়েছিলেন অভিনেত্রী। এবার কান-এর ক্ষেত্রেও কেমন চমক দেবেন, সেদিকে চোখ ছিল সকলের। তবে নিরাশ করেননি আলিয়া ভাট। প্রথমবার ফ্রেঞ্চ রিভেরাঁয় অভিষেক ঘটিয়েই পশ্চিমী বিনোদুনিয়ার স্পটলাইট কাড়লেন কাপুরবধূ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.