Advertisement
Advertisement
San Rachel

বর্ণবিদ্বেষের বিরুদ্ধে তুলতেন আওয়াজ, কেমন ছিল আত্মঘাতী মডেল স্যান র‍্যাচেলের জীবন?

স্যানের জন্ম ও বেড়ে ওঠা পুদুচেরিতেই।

All About Model San Rachel Who Died By Suicide
Published by: Arani Bhattacharya
  • Posted:July 15, 2025 8:18 pm
  • Updated:July 15, 2025 8:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার আত্মঘাতী হয়েছেন মডেল স্যান র‍্যাচেল। বিনোদন ও গ্ল্যামার দুনিয়ায় গায়ের রঙ কালো হলে যেখানে ঠাঁই নাড়া অবস্থা হয় সেখানে স্যান কৃষ্ণবর্ণের মানুষদের জন্য আওয়াজ তুলতেন তিনি। গ্ল্যামার দুনিয়ায় যে কোনও গায়ের রঙের মানুষেরই যে কাজ করার, নিজের পরিচয় তৈরি করার অধিকার রয়েছে সে কথা বারবার বলতেন তিনি। কিন্তু সোমবার সেই স্যানের জীবনেই হল ছন্দপতন। মাত্র ২৬ বছর বয়সে আত্মঘাতী হন স্যান। খেয়েছিলেন ঘুমের ওষুধ। শুধু তাই নয় সুইসাইড নোটে লিখে গিয়েছেন ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ কেমন ছিল কৃষ্ণবর্ণ মডেল স্যান র‍্যাচেলের জীবন?

Advertisement

স্যানের জন্ম ও বেড়ে ওঠা পুদুচেরিতেই। খুব ছোট বয়সে হারান মা-কে। বাবার কাছেই তাঁর বেড়ে ওঠা। পরবর্তীতে বাবার ইচ্ছা ও পাশে থাকার ফলেই এসসেছিলেন মডেলিংয়ের দুনিয়ায়। তবে গায়ের রঙের জন্য বারবার কতাক্ষের শিকার হয়েছিলেন তিনি। তবে নিজের কাজের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছিলেন স্যান। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তিনি বিনোদন দুনিয়ায় আসা বিভিন্ন ছেলেমেয়েদের ভরসা জোগাতেন গায়ের রঙ কালো হওয়া কনো বড় ব্যাপার নয়। গায়ের রঙ যাই হক না কেন গ্ল্যামার দুনিয়ায় তা অন্তরায় হয়ে কখনই দাঁড়াতে পারে না।

ছবি: ইনস্টাগ্রাম

২০২১ সালে মিস পুদুচেরি হিসাবে জয়লাভ করেন স্যান। যা তাঁর কেরিয়ারে মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই জয় তাঁকে আন্তর্জাতিক স্তরের সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ এনে দেয়। ওই বছরই তিনি মিস ওয়ার্ল্ড ব্ল্যাক বিউটি হন। যা তাঁর কেরিয়ারের মুকুটে যোগ করেন নতুন এক পালক। ২০২৩ সালে সুযোগ পান মিস আফ্রিকা গোল্ডেন সৌন্দর্য প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করার। যার হাত ধরে বিশ্বব্যাপী তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তবে জনপ্রিয়তার পাশাপাশি তাঁকে বারবার বিদ্ধ হতে হয়েছে গায়ের কালো রঙের জন্য। শুনতে হয়েছে একাধিক কটাক্ষ। আর সেই অভিজ্ঞতার থেকেই বারবার মুখ খুলেছেন তিনি বর্ণবিদ্বেষের বিরুদ্ধে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement