সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুঞ্জন ছিল আগেই। এমনকী, শোনা গিয়েছিল শাহরুখের ছবি জওয়ানে অভিনয় করতে না করেছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তবে নতুন খবর হল, সব গুঞ্জনকে একপাশে সরিয়ে শাহরুখের সঙ্গে ‘জওয়ানে’ অভিনয় সেরে ফেললেন পুষ্পা! গত সপ্তাহেই শাহরুখের সঙ্গে জুটি বেঁটে শুটিং ফ্লোর কাঁপিয়েছেন আল্লু। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শুটিং শেষে বহুক্ষণ নাকি শাহরুখের সঙ্গে আড্ডায় মজেছিলেন আল্লু অর্জুন।
সম্প্রতি ছবির ফার্স্টলুকেই চমকে দিয়েছিলেন তিনি। পোস্টারে মুখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গিয়েছে কিং খানকে। এদিন যে শুটিংয়ের ছবি ভাইরাল হয়েছে তাতেও শাহরুখের মুখে কাপড় জড়ানো রয়েছে। কালো পোশাক রয়েছে তাঁর পরনে। আর চোখে রয়েছে ক্ষিপ্রতা। ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, জওয়ান ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে আল্লু অর্জুনকে। শোনা গিয়েছে, ছবিতে আল্লুর চরিত্রটি ছোট হলেও, বেশ গুরুত্বপূর্ণ। তবে এই নিয়ে এখনও পর্যন্ত আল্লুর কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
[আরও পড়ুন: খোলামেলা পোশাকে বেনারসের ঘাটে গঙ্গা আরতি! দিশাকে ‘নোংরা’ আক্রমণ নেটিজেনদের]
বক্স অফিসে পাঠানের ঝড় অব্যাহত। হিসেব বলছে, ইতিমধ্য়েই বিশ্বজুড়ে ৯৫০ কোটি টাকা আয় এই ছবির। ৫৭ বছরেও তাই নতুন করে সিক্স-প্যাক অ্যাবসে তাঁকে দেখে এখনও বিমোহিত হয়ে পড়েন অনুরাগীরা। ‘জওয়ান’-এর (Jawan) ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে।
[আরও পড়ুন: ‘নিককে আমার বাবার মতো লাগে!’, স্বামীকে নিয়ে এমন কেন বললেন প্রিয়াঙ্কা?]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.