Advertisement
Advertisement
Allu Arjun

প্রিয়জনকে হারিয়ে মুম্বই ছাড়লেন ‘পুষ্পা’ আল্লু! শোকবিধ্বস্ত বন্ধুর জন্য শুটিং বাতিল করে দৌড় রামচরণের

রামচরণ, আল্লু অর্জুনের পরিবারে জোড়া দুঃসংবাদ!

Allu Arjun's Grandmother Passes Away, Ram Charan To Attend Last Rites
Published by: Sandipta Bhanja
  • Posted:August 30, 2025 12:57 pm
  • Updated:August 30, 2025 12:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইতে মেগাবাজেট সিনেমার শুটিং করছিলেন। শনিবার সাতসকালে আচমকাই দুঃসংবাদ আসে আল্লু অর্জুনের কাছে। প্রয়াত অভিনেতার ঠাকুমা আল্লু কনকারত্নম। কাজ ফেলে তড়িঘড়ি উৎসবের মায়ানগরী থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা হন ‘পুষ্পা’ স্টার। এদিকে খবর পেয়েই মেগাবাজেট সিনেমার শুটিং বাতিল করে দেন রামচরণ। শুধু তাই নয়, এই কঠিন সময়ে শোকবিধ্বস্ত বন্ধু তথা তুতো ভাইয়ের পাশে থাকতে মাইসুরু থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা হন তিনিও।

Advertisement

বলিউড মাধ্যম সূত্রে খবর, আল্লুর ঠাকুমার মরদেহ প্রথমে আল্লু অরবিন্দের বাড়িতে নিয়ে যাওয়া হবে। শনিবার দুপুরে শেষকৃত্য করা হবে কোকাপেটে। যেখানে দক্ষিণী সুপারস্টারের পৈতৃক ভিটে রয়েছে। মৃত্যুকালে আল্লু কনকারত্নম দেবীর বয়স হয়েছিল ৯৪। ভুগছিলেন বার্ধক্যজনিত সমস্যায়। ৩০ আগস্ট, শনিবার ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকের উদ্দেশে রওনা হলেন তিনি। জানা গিয়েছে, এদিন মাইসুরুতে বুচি বাবু সানা পরিচালিত ‘পেড্ডি’ ছবির শুটিং করছিলেন রামচরণ। সাতসকালে খবর পেয়েই শুট বাতিল করে দেন তিনি। আল্লু অর্জুনের ঠাকুমার শেষকৃত্যে যোগ দিতে রামচরণও ইতিমধ্যেই কোকাপেটের উদ্দেশে রওনা হয়েছেন। ‘পুষ্পা’ পৌঁছলেই শেষকৃত্যের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, রামচরণ এবং আল্লু অর্জুন সম্পর্কে তুতোভাই। পিসির ছেলে। সেই সূত্রে রামচরণের বাবা তথা দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবী আল্লুর পিসেমশাই। দিদার শেষকৃত্যে উপস্থিত থাকতে তাই রামচরণও শুটিং বাতিল করে ছুটে গিয়েছেন কোকাপেটের উদ্দেশে। বলিউড মাধ্যম সূত্রে খবর, এইমুহূর্তে হায়দরাবাদে আল্লু অরবিন্দের সঙ্গে শেষকৃত্যের আয়োজন করছেন চিরঞ্জিবী। অন্যদিকে, ভাইজ্যাগে অনুষ্ঠান থাকায় শনিবার শেষকৃত্যে যোগ দিতে পারছেন না পবন কল্যাণ এবং নাগা। তবে রবিবারই তাঁরা আল্লুর পরিবারের সঙ্গে দেখা করবেন বলে খবর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement