সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেইশের পুজোর বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল ‘রক্তবীজ’। এবারও পঁচিশের পুজোর পর্দা কাঁপানোর জন্য প্রস্তুত নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কারণ উৎসবের মরশুমেই মুক্তি পাবে ছবিটির সিক্যুয়েল। বছর দুয়েক আগে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্যাকড থ্রিলার ‘রক্তবীজ’ একের পর এক রেকর্ড গড়েছিল। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুল প্রশংসিত হয়েছে ‘পুলু’ ওরফে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। এবার সিক্যুয়েলেও যে দর্শকদের জন্য সারপ্রাইজ রেখেছেন টলিপাড়ার ‘হিটমেশিন’ পরিচালকদ্বয় নন্দিতা-শিবপ্রসাদ, তা টিজার দেখেই আন্দাজ করা গিয়েছে। আর সেই ছবির জন্যই তাঁদের আগাম শুভেচ্ছা জানালেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
‘রক্তবীজ ২’-এর টিজার শেয়ার করে পরিচালকের মন্তব্য, “আবার রক্তবীজের গল্প! আজকের দিনের প্রয়োজনীয় প্রেক্ষাপটে! আমাদের চারিপাশে অদৃশ্য বিপদের একটা দলিল মনে হচ্ছে।” পাশাপাশি কৌশিকের ভবিষ্যদ্বাণী, ‘আবার পুজোয় বিজয়রথ নিয়ে আসছে…।’ প্রসঙ্গত, বর্তমানে কৌশিক পরিচালিত ‘ধূমকেতু’ বাংলার বুকে ঝড় তুলে দিয়েছে। বাংলা ছবির ইতিহাসে সবথেকে কমসময়ে কোটির ক্লাবে বেশি আয় করা ছবি হিসেবে নাম লিখিয়েছে ‘ধূমকেতু’। এমন আবহেই নন্দিতা-শিবপ্রসাদের পুজো রিলিজ নিয়ে আগাম শুভেচ্ছা জানালেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
অন্যদিকে, রক্তবীজ ২-এর টিজারে অঙ্কুশ হাজরার খলরূপ দেখে মুগ্ধ হয়েছিলেন ‘ধূমকেতু’ স্টার দেব। ‘মরশুমী’ বক্স অফিস প্রতিযোগিতা ভুলে অঙ্কুশের পিঠ চাপড়াতেও ভোলেননি ‘রঘু ডাকাত’। অগ্রজের মতোই প্রশংসা করে লিখেছিলেন, “টিজারটা খুব ভালো লেগেছে ভাই। টিমের সকলকে আমার শুভেচ্ছা রইল।” ঠান্ডা মাথার ‘খলনায়ক’ মুনির আলমকে দেখে তিনিও বেজায় খুশি। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৪ আগস্ট প্রকাশ্যে এসেছে ‘রক্তবীজ ২’-এর টিজার। এবার আবির চট্টোপাধ্যায় ওরফে পঙ্কজ সিনহার সম্মুখ সমরে মুনির আলম ওরফে অঙ্কুশ। মিমি চক্রবর্তী, নুসরত জাহান, কৌশানী মুখোপাধ্যায়দের নিয়ে পুজোর পর্দায় বড়চমক দিতে চলেছে উইন্ডোজ। আর সেই ছবিতেই ধূসর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে নন্দিতা-শিবপ্রসাদকে ধন্যবাদ জানিয়েছেন অঙ্কুশ হাজরার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.