Advertisement
Advertisement
Salman Khan

৩ কোটিরও বেশি দামি বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সলমন, প্রাণহানির হুমকিতে নিরাপত্তায় জোর?

প্রাণনাশের লাগাতার হুমকির মাঝে সলমনের বান্দ্রার বাড়িও নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়।

Amid death threats Salman Khan adds a bulletproof luxury car to his collection
Published by: Sayani Sen
  • Posted:June 26, 2025 6:52 pm
  • Updated:June 26, 2025 6:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে অজ্ঞাতপরিচয়ের আচমকা আগমন, বিষ্ণোই গ্যাংয়ের লাগাতার হুমকি – সবমিলিয়ে ক্রমশ বাড়ছে প্রাণনাশের আশঙ্কা। তারই মাঝে নিরাপত্তায় আর জোর দিচ্ছেন সলমন। সাড়ে ৩ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি কিনলেন বলিউডের ভাইজান। নিরাপত্তার স্বার্থেই এমন বিলাসবহুল গাড়ি কিনেছেন বলেই মনে করা হচ্ছে। এছাড়া একাধিক বুলেটপ্রুফ গাড়ি রয়েছে তাঁর।

বলে রাখা ভালো, ১৯৯৮ সালের অক্টোবরে রাজস্থানে একটি ছবির শুটিং করতে গিয়েছিলেন সলমন খান। তাঁর সঙ্গে ছিলেন সোনালি বেন্দ্রে, সইফ আলি খান ও তাব্বু। সেই সময় বলিউডের ভাইজানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে। আর তারপর থেকে বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন। কয়েক বছর ধরে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি। গত বছর ১৪ এপ্রিল দুই অজ্ঞাতপরিচয় যুবক বাইকে চড়ে এসে বান্দ্রার ফ্ল্যাটের সামনে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। যদিও পরে সোশাল মিডিয়ায় বিষ্ণোই গ্যাংয়ের তরফে এই ঘটনার দায় স্বীকার করে নেওয়া হয়। এরপর গত বছরের নভেম্বরে মুম্বই ট্রাফিক কন্ট্রোল রুমের মাধ্যমে প্রাণনাশের হুমকি পান অভিনেতা। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১৮ সদস্যের বিরুদ্ধে মামলা রুজু হয়।

সলমনের নিরাপত্তায় বাড়ি ওয়াই প্লাস ক্যাটেগরির করে দেওয়া হয়। প্রাণনাশের লাগাতার হুমকির মাঝে সলমনের বান্দ্রার বাড়িও সংস্কার করা হয়। সূত্রের খবর, বর্তমানে উচ্চ প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা নিয়ন্ত্রণ করা হয়। তাঁর ঘরের প্রতিটি জানলা বুলেটপ্রুফ করা হয়েছে। ঘরের আনাচে কানাচে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সেখানে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হয়। তা সত্ত্বেও একের পর এক হুমকি স্বাভাবিকভাবেই মুম্বই পুলিশের চিন্তা বাড়াচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement