সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা-মায়ের বিচ্ছেদ জল্পনা নিয়ে চলছে জোর কাটাছেঁড়া। তার মাঝে পুজোপাঠে মন গোবিন্দা-সুনীতার ছেলে যশবর্ধনের। ইনস্টা স্টোরিতে পুজোপাঠের ছবি শেয়ার করেছেন তিনি। তবে কি বাবা-মায়ের বিচ্ছেদ রুখতে ঈশ্বরই ভরসা? সে কারণে পুজোপাঠে মন দিয়েছেন তারকাপুত্র? চলছে জোর ফিসফিসানি।
পুজোপাঠের প্রস্তুতির এক ঝলকই যশবর্ধনের ইনস্টা স্টোরিতে দেখা গিয়েছে। একটি থালায় রাখা ফুল। বসে রয়েছেন পুরোহিত। সঙ্গে তাঁদের পোষ্য। সারমেয়র কথা মাথায় রেখে সম্ভবত লেখা হয়েছে, ‘আমাদের ছোট্ট ছেলে পুজোয় যোগ দিয়েছে।’ ওই ছবিটিতে আরও দু’জনকে বসে থাকতে দেখা গিয়েছে। যাঁদের পূর্ণাবয়ব দেখা যাচ্ছে না। একজনের পরনে ধুতি, অন্যজনের জিনস। নেটিজেনদের একাংশের দাবি, ধুতি পরা ব্যক্তি গোবিন্দা। তবে অনেকেই আবার এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তবে এই ছবি নিয়ে কাটাছেঁড়ার যেন কোনও শেষ নেই।
১৯৮৭ সালে সাতপাকে বাঁধা পড়েন গোবিন্দা এবং সুনীতা। পরের বছরই ১৯৮৮ সালে মেয়ে টিনার জন্ম হয়। পরে তাঁদের সংসারে ছেলে যশবর্ধন আসে। সুনীতা মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় সুখী পরিবারের ছবি পোস্ট করেন। তবে মাস ছয়েক আগে গোবিন্দার পায়ে যখন গুলি লাগে, ঠিক তার আগেই নাকি সুনীতা আহুজা নিজে ডিভোর্সের মামলা দায়ের করেছিলেন। তবে তাঁদের আইনজীবী ললিত বিন্দাল অবশ্য তাঁদের নিয়ে আত্মবিশ্বাসী। বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’-এর দীর্ঘদিনের পারিবারিক বন্ধুও তিনি। ললিত একসময় বলিউড সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেন যে, “মাস ছয়েক আগেই সুনীতা এবং গোবিন্দা ডিভোর্স মামলা দায়ের করেছেন। তবে ওঁদের সম্পর্ক এখনও অটুট। আর ওঁরা একসঙ্গেই আজীবন থাকবেন।”
সুনীতার গলাতেও বারবারই শোনা গিয়েছে বিচ্ছেদের উলটো সুর। তিনি বলেন, “যাঁরা বিচ্ছেদের কথা বলছেন, তাঁদের প্রশ্ন করুন সত্যি? যদি কারও সাহস থাকে তাহলে আমাকে সরাসরি দাম্পত্য নিয়ে প্রশ্ন করুন। যেদিন আমি বা গোবিন্দার মুখ থেকে বিচ্ছেদের কথা শুনবেন, সেদিন বিচ্ছেদের বিষয়ে নিশ্চিত হবেন। যদি বিচ্ছেদ হয় তবে আমি সকলকে প্রথম জানাব। আমি মনে করি না গোবিন্দা আমাকে কিংবা আমি ওকে ছাড়া বাঁচতে পারব। গোবিন্দা কোনও মূর্খ ব্যক্তি বা নারীর জন্য সংসার ছাড়বেন না। আমি ভগবানে বিশ্বাসী। তিনি কোনওদিন আমার ঘর ভাঙতে দেবেন না।” তবে সম্প্রতি শোনা গিয়েছে পরকীয়া এবং গার্হ্যস্থ হিংসার অভিযোগে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সুনীতা। যদিও গোবিন্দা কিংবা সুনীতার তরফে এই বিষয়ে কিছু জানা যায়নি। বরং শুক্রবার গোবিন্দাকে মুম্বই বিমানবন্দরে বেশ খোশমেজাজেই দেখা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.