Advertisement
Advertisement
Shah Rukh-Gauri

মন্নত ছেড়ে সপরিবারে ভাড়াবাড়িতে ঠাঁই শাহরুখের, এবার ‘জলের দরে’ ফ্ল্যাট বিক্রি করলেন গৌরী

কত টাকায় নতুন ফ্ল্যাট বিক্রি করলেন গৌরী খান?

Amid Shah Rukh Khan's Mannat renovation, Gauri sells her Mumbai flat
Published by: Sandipta Bhanja
  • Posted:April 2, 2025 6:37 pm
  • Updated:April 2, 2025 6:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্নত। শাহরুখ খানের (Shah Rukh Khan) স্বপ্নের ইমারত। অবশ্য তাঁর একার নয়, সহধর্মিনী গৌরীও রয়েছেন ‘কিং’-এর পাশে। দুজনে মিলে মনের মতো করে সাজিয়ে নিয়েছেন এই বাড়ি। বলা ভালো প্রাসাদ। যার সামনে চেনা দৃশ্য নায়কের দর্শনপ্রত্যাশী জনঅরণ্যের ঢেউ। তাঁদের কাছে মন্নত (Mannat) পীঠস্থান। বাদশার জন্মদিন হোক বা সিনেমার রিলিজ থেকে ইদ, বান্দ্রার এই হেরিটেজ প্রাসাদের বাইরে চেনা দৃশ্য জনঅরণ্য। সেই সাধের বাংলো ছেড়ে সম্প্রতি সপরিবারে অন্যত্র ভাড়াবাড়িতে চলে গিয়েছে কিং খান। এবার এমন পরিস্থিতির মাঝেই নিজের ফ্ল্যাট বিক্রি করে চর্চার শিরোনামে গৌরী খান (Gauri Khan)।

Advertisement

২০২২ সালের আগস্ট মাসে মুম্বইয়ের দাদর এলাকার পশ্চিমে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন গৌরী খান। তখন সাড়ে ৮ কোটি টাকা দিয়ে সেই অ্যাপার্টমেন্ট কিনতে হয়েছিল তাঁকে। বলিউড মাধ্যম সূত্রে খবর, এবার সেই ফ্ল্যাটই ৩৭ শতাংশ মুনাফা তুলে ১১.৬১ কোটি টাকা বিক্রি করলেন গৌরী। মার্চের ২৮ তারিখ সই-সাবুত করে অ্যাপার্টমেন্টের চাবি তুলে দিয়েছেন ক্রেতার হাতে। জানা গিয়েছে, সেখানে নাকি দুটি পার্কিং স্পেসও ছিল। সেটাও বিক্রি করে দিয়েছেন বাদশাপত্নী।

SHAH-RUKH-KHAN-GAURI-KHAN

চলতি বছর ইদে দেখা দেননি বাদশা। গত জন্মদিনেও মন্নতের বারান্দায় ‘সম্রাট’কে দেখা যায়নি। আসলে মন্নত ছেড়ে অন্যত্র ভাড়া থাকাতেই সেখানে এবার দেখা যায়নি শাহরুখ খানকে। কোথায় থাকছেন বর্তমানে সপরিবারে? জানা গিয়েছে, স্ত্রী-সন্তান নিয়ে মুম্বই খার এলাকার পশ্চিমে পালি হিলসের এক বাংলোয় ভাড়া থাকছেন তাঁরা। সেই বিলাসবহুল বাংলো আদতে ভাগনানি পরিবারের সম্পত্তি। জ্যাকি ভাগনানির থেকেই সেই বাংলো আগামী ৩ বছরের জন্য সেই বাংলো লিজ নিয়েছেন বাদশা। যার ভাড়া জানলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য! বলিউড মাধ্যম সূত্রে খবর, প্রতি মাসে শাহরুখকে পালি হিলসের এই বাংলোর জন্য ১১.৫৪ লক্ষ টাকা ভাড়া গুনতে হবে। এছাড়াও ৩২.৯৭ লক্ষ টাকা আগাম দিতে হয়েছে। সেখানেই আরেকটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন কিং খান। যার জন্য প্রতি মাসে ১২ লক্ষ টাকা দিতে হবে বলিউড সুপারস্টারকে। এক্ষেত্রেও ৩৬ লক্ষ টাকা ডিপোজিট দিতে হয়েছে শাহরুখকে। সবমিলিয়ে দুই ভাড়া বাংলোর জন্য প্রতি মাসে ২৪ লক্ষ গ্যাঁটের কড়ি খরচ পড়বে অভিনেতার।

কেনই বা ভাড়া বাড়িতে থাকছেন? আসলে এবার স্বপ্নের বাংলো ৬ তলার মন্নতের কলেবর আরও বাড়ানোর পরিকল্পনা করেছেন শাহরুখ-গৌরী। জানা গেল, মে মাস থেকে মন্নত সারাইয়ের কাজ শুরু হবে। আর সেজন্যই তার আগে পালি হিলসের বাংলোয় চলে গিয়েছেন শাহরুখ খান। সাড়ে ১০ হাজার বর্গফুটের সেই বাংলোর অন্দরমহলও নাকি চোখধাঁধানো। ১৯১৪ সালে তৈরি মন্নত মুম্বইয়ের হেরিটেজ বিল্ডিং। সেখানেই সপরিবারের সংসার সাজিয়েছেন শাহরুখ-গৌরী। সন্তানরা ছাড়াও কিং খানের দিদিও এই বাংলোতেই থাকেন। তবে সম্ভবত ‘জায়গা কম পড়িয়াছে’! তাই মন্নতকে আট তলা করে গৃহসজ্জা বাড়াতে চাইছেন তাঁরা। যার খরচ পড়বে আনুমানিক ২২৫ কোটি টাকা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ