সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণ এড়াতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশাসনের তরফে এই সময় সবাইকে বাড়িতে থাকার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রীকে সমর্থন করে এই ২১ দিন ঘরবন্দি থাকার কথা বলছেন বলিউড সেলিব্রিটিরাও। মহেশ ভাট, তাপসী পান্নু, অনুষ্কা শর্মার মতো অনেক সেলিব্রিটি সংক্রমণ এড়াতে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্টও করছেন তাঁরা।
অমিতাভ বচ্চন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কবিতা লিখেছেন টুইটারে। সেখানে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী যে ২১ দিন লকডাউনের নির্দেশ দিয়েছেন তা শিরধার্য। হাত জোড় করে বিনম্রতার সঙ্গে তিনি তা গ্রহণ করছেন।’
T 3480 –
“हाथ हैं जोड़ते विनम्रता से आज हम ,
सुनें आदेश प्रधान का , सदा तुम और हम ;
ये बंदिश जो लगी है , जीवदायी बनेगी ,
21 दिनों का संकल्प निश्चित Corona दफ़नाएगी ” !!!~ अमिताभ बच्चन
— Amitabh Bachchan (@SrBachchan)
মহেশ ভাট লিখেছেন, ‘এখন আমরা একটা টার্নিং পয়েন্টে রয়েছি। সরকারের কথা শুনুন। ২১ দিন বাড়িতে থাকুন।’ টুইটে কোনওরকম গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন পরিচালক।
We are now at a collective turning point, where we must stop, listen & help the government implement the 21 days all India lockdown. The time of great fear requires solidarity,humanity, sacrifice & hope.Not hysteria & rumour mongering.
— Mahesh Bhatt (@MaheshNBhatt)
অনুষ্কা শর্মাও টুইটারে আমাদের ২১ দিন লকডাউন মানার কথা বলেছেন। তিনি লিখেছেন, ‘করোনা সংক্রমণ এড়াতে অনুগ্রহ করে বাড়িতে থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।’
It is extremely important for ALL of us to follow the 21 day lockdown laid down by our PM Shri ji. Please stay at home to help contain the spread of the virus and follow the safety protocols 🙏🏻
— Anushka Sharma (@AnushkaSharma)
তাপসী পান্নুর গলাতেও একই সুর। তিনি লিখেছেন, ‘২১ দিন। আমাদের জীবনের বিনিময়ে এটা কিছুই না। আসুন সবাই একসঙ্গে পালন করি। আর লকডাউনের শেষে আমরা সেলিব্রেট করব।’
21 days !
Not a lot for us in return of our lives.
Let’s do this everyone ! 💪🏼
And hopefully by the end of THIS lockdown we surely will have a reason n time to celebrate. Until then let’s get through one day at a time.— taapsee pannu (@taapsee)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে টুইট করেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। লকডাউনের সিদ্ধান্তকে ‘করোনার বিরুদ্ধে যুদ্ধে বড়সড় পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন তিনি। সঙ্গে এও জানিয়েছেন তিনি ও তাঁর পরিবার এই সময় বাড়িতেই দিন কাটাচ্ছেন।
Our Prime Minster ji has announced a 21 day nationwide lockdown. A great step to fight corona. Nothing is more important than our lives. My family and I are staying at home, requesting you to do the same 🙏🏼
— Tamannaah Bhatia (@tamannaahspeaks)
অনুরাগ কাশ্যপও লকডাউনের ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। সাধারণত প্রধানমন্ত্রীর বিরোধিতা করতেই এতদিন দেখা গিয়েছে তাঁকে। কিন্তু দেশের এই কঠিন পরিস্থিতিতে তিনিও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।
Thank you 🙏🏼
— Anurag Kashyap (@anuragkashyap72)
শাহিদ কাপুর লিখেছেন, ‘এই সময় বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন। মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকুন। সবার সঙ্গে কথা বলুন, পড়াশোনা করুন, আকাশ দেখুন। ২১ দিন এমনিই কেটে যাবে।’
Be at home. Stay safe. Stay mentally emotionally and physically strong. Spread love. Have faith. Pray often. Speak to all those who matter daily. Meditate. Read. Cook. See the sky turn bluer every day. 21 days. Will pass. Keep it real and make it count you all.
— Shahid Kapoor (@shahidkapoor)
হৃতিক রোশন একটি ভিডিও বার্তা দিয়ে বলেছেন, সুস্থ থাকতে হলে কয়েকটি নিয়ম মেনে চলুন। এই সময় কারওর সংস্পর্শে আসবেন না। পার্টিতে যাবেন না। ঘরে থাকুন। সুস্থ থাকুন।
Help stop the spread. There are simple steps to be followed . ये हम सबकी ज़िम्मेदारी है।
— Hrithik Roshan (@iHrithik)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.