সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স তাঁর কাছে যেন একটা সংখ্যামাত্র। অন্তত তাঁর অভিনয়, তাঁর অভিব্যক্তি সে কথাই বলে। ‘৮৩’তেও তাই তিনি বহু অষ্টাদশীর নয়নের মণি। তিনি আর কেউ নন ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন। তিনি চিরসবুজ, চির প্রাণবন্ত আপামর সিনেপ্রেমীর কাছে তাঁর জনপ্রিয়তা আজও অকৃত্রিম। ঠিক সেভাবেই অম্লান থেকেছে প্রতি বছর অমিতাভ বচ্চনের জন্মদিনে তাঁর মুম্বইয়ের বাংলো ‘জলসা’ থেকে বেরিয়ে দর্শক-অনুরাগীদের উদ্দেশ্যে ঝারোখা দর্শন দেওয়া। শত শত অনুরাগীও তাঁকে এক ঝলক এভাবে দেখার জন্যও অপেক্ষায় অধীর হন।
প্রতিবারের মতো এবারেও এই রীতিতে কোনও নড়চড় হল না। প্রথা মেনে প্রতি বছরের জন্মদিনের মতোই এই বছরেও জলসা থেকে বেরিয়ে এলেন তিনি সকলকে হাত তুলে অভিবাদন জানাতে জানাতে। বিপরীতে দাঁড়িয়ে তাঁর অগণিত অনুরাগী। শুধু তাঁকে এক ঝলক দেখার জন্য। তাঁরা যেন প্রান ভরে উপভোগ করছেন এই মুহূর্তটা। প্রত্যেকেই প্রায় নিয়ে এসেছেন পছন্দের অভিনেতার জন্য ফুল, পোস্টার-সহ নানা উপহার। বাইরে এসে সকলের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানিয়ে সকলকে ধন্যবাদ জানান অমিতাভ। গ্রহণ করেন সকলের শুভেচ্ছা। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
View this post on Instagram
সেখানেই দেখা যাচ্ছে সাদা পাজামা-পাঞ্জাবী ও রঙিন একটি জ্যাকেট পরেছেন অমিতাভ। ঠিক যেমন তিনি নিজে একজন রঙিন মানুষ ঠিক সেভাবেই। ফটকের সামনে জনতার এই উচ্ছ্বাস যে অমিতাভ নিজেও উপভোগ করছেন তাভ তার মুখের হাসিতেই স্পষ্ট। এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় ‘কেবিসি’র মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দর্শক দেখতে পাচ্ছেন ‘বিগ বি’কে। তাঁকে ছাড়া দর্শক বোধহয় ভাবতেই পারেন না এই রিয়ালিটি শোয়ের কথা। সেদিক থেকে বলা যায় সিনেপর্দা থেকে টেলিপর্দা- এখনও তাঁর হাতের মুঠোয়। বিভিন্ন মাধ্যমে তিনি এখনও সাবলীল। একইসঙ্গে তাঁর কণ্ঠের জাদু আর তাঁর ব্যক্তিত্ব একেকটা চরিত্রে বিভিন্নভাবে ছাপ ফেলে যান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.