Advertisement
Advertisement
Amitabh Bachchan

বছর শেষে সান্তা রূপে অমিতাভ! বাড়ি থেকে বেরিয়ে উপহার দিলেন ভক্তদের

প্রতি রবিবারই নিয়ম মেনে বাংলো জলসার বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করেন অমিতাভ।

Amitabh Bachchan distributes gifts to fans outside his house in Mumbai
Published by: Akash Misra
  • Posted:December 30, 2024 4:25 pm
  • Updated:December 30, 2024 4:25 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে প্রতি রবিবারই নিয়ম মেনে বাংলো জলসার বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করেন অমিতাভ। ভক্তদের আবদারে সেলফিও তোলেন। তবে এবার শুধুই ভক্তদের দর্শন দেওয়া নয়। বরং অনুরাগীদের জন্য উপহারও নিয়ে এলেন বিগ বি। মাথায় সাদা টুপি। বাহারি জ্যাকেট পরে রবিবার সকাল সকালই বাংলোর বাইরে এসে ভক্তদের উপহার দিলেন অমিতাভ। বিগ বির হাত থেকে উপহার পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা। সবাইকে নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন বিগ বি।

Advertisement

ফি রবিবার জলসার দরবারে এসে অনুরাগীদের দেখা দেন বলিউড ‘শাহেনশা’। এযাবৎকাল সিংহভাগ সাক্ষাতে একাই দেখা গিয়েছে অমিতাভকে। তবে কয়েক মাস আগে এক রবিবারে নাতি অগস্ত্য নন্দাও ছিলেন বিগ বির সঙ্গে। ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তাঁকে। অমিতাভ, অগস্ত্য দুজনেই করজোরে জলসার সামনে ঠাঁয় পায়ে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের অভিবাদন জানালেন।

জানা গিয়েছে, মেয়ে শ্বেতা নন্দা বচ্চনকে নিজের প্রতীক্ষা বাংলোটি উপহার দিয়েছেন জয়া-অমিতাভ। আর সেই থেকেই বউমা ঐশ্বর্যর সঙ্গে নাকি অশান্তির সূত্রপাত। কানাঘুষো এমনটাই শোনা গিয়েছে। তারপর থেকেই অভিনেত্রী মেয়ে আরাধ্যাকে নিয়ে নিজের মতো করে সময় কাটান। শাশুড়ি জয়া এবং ননদ শ্বেতার সঙ্গে নাকি অভিনেত্রীর বনিবনা নেই তেমনটা। অভিষেককে ছাড়াই বহুবার বিদেশে মেয়ে আরাধ্যার সঙ্গে ঘুরে এসেছেন তিনি। এদিকে অভিষেক বচ্চনের নতুন বাংলো কেনার খবরও প্রকাশ্যে এসেছে। তাহলে কি সংসারে শান্তি বজায় রাখতেই নতুন বাড়ি কিনে স্ত্রী-সন্তানের সঙ্গে আলাদা সংসার পাতবেন জুনিয়র বচ্চন? প্রশ্ন উঠেছে। এর মাঝেই রবিবাসরীয় জলসায় নাতি অগস্ত্যকে নিয়ে এলেন অমিতাভ। ইতিমধ্যেই জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিরিজের মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বচ্চন পরিবারের নাতির। শাহরুখ খানের মেয়ে সুহানার সঙ্গেও তাঁর রোমান্স বহুল চর্চিত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ