Advertisement
Advertisement
Amitabh Bachchan

কোনও বক্তব্য নয়, X হ্যান্ডেলে একের পর এক সংখ্যা পোস্ট, পহেলগাঁও আবহে নীরব প্রতিবাদ বিগ বি-র?

২৩ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত একের পর এক সংখ্যা পোস্ট করেই চলেছেন বিগ বি।

Amitabh Bachchan possibly in silent protest over the Pahalgam terror attack
Published by: Sayani Sen
  • Posted:May 4, 2025 5:17 pm
  • Updated:May 4, 2025 5:17 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলার শিকার পর্যটকেরা। ঘৃণ্য এই ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রায় প্রত্যেক ভারতীয়রা। বি টাউনের তারকারা ক্ষোভে ফুঁসছেন। সেই তালিকায় নেই অমিতাভ বচ্চন। এ বিষয়ে একটি শব্দও খরচ করেননি। তবে X হ্যান্ডেলে একের পর এক সংখ্যা পোস্ট করে চলেছেন তিনি। কী বার্তা দিচ্ছেন অভিনেতা? পহেলগাঁও আবহে এটাই কী প্রতিবাদ তাঁর?

Advertisement

অমিতাভ বচ্চন ২২ এপ্রিল পর্যন্ত সংখ্যার সঙ্গে কিছু বার্তাও পোস্ট করেন। তবে ২৩ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত একের পর এক সংখ্যা পোস্ট করেই চলেছেন বিগ বি। তাঁর পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই নানা জল্পনা দানা বাঁধছে। নেটিজেনদের দাবি, পহেলগাঁও জঙ্গি হামলার বীভৎসতায় বিগ বি ভাষা হারিয়ে ফেলেছেন। সে কারণে সম্ভবত কিছু বলছেন না তিনি। পরিবর্তে একের পর এক সংখ্যা পোস্ট করে চলেছেন। কোনও বক্তব্য রাখেননি। বলে রাখা ভালো, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলা হয়। তাতে প্রাণ হারান পর্যটকরা। ধর্মীয় পরিচয় বেছে বেছে তাঁদের খুন করা হয়। ওইদিন থেকেই শুধুমাত্র সংখ্যা পোস্ট করছেন বিগ বি।

আবার কারও কারও দাবি, এভাবে X হ্যান্ডেলে পোস্ট বিগ বি-র কোনও ছবির প্রচারের কৌশলও হতে পারে। আবার অনেকেই বিগ বি-র এই নীরবতায় রেগে কাঁই। কড়া ভাষায় এক নেটিজেন দাবি করেন, “কাশ্মীরের ঘটনা নিয়ে কিছু বলছেন না। অথচ এই সব নিরর্থক পোস্ট করছেন।” তবে এত মন্তব্যের পরেও একেবারে মৌন অমিতাভ। কোনও কথাই বলছেন না তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ