সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলে অভিষেকের নতুন ছবির শুটিং শুরু আর সেকারণেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন বাবা অমিতাভ বচ্চন। রবিবার সকালেই নিজের এক্স হ্যান্ডেলে সেই পোস্ট করেন শাহেনশা। এমনকি শুভেচ্ছা জানিয়ে ছেলে অভিষেককে বলেন ‘তোমার এই বহুমুখী প্রতিভাকে আমি প্রণাম জানাই।’ বলিউডের নতুন কোন ছবিতে কাজ করছেন অভিষেক যার কারণে বাবা অমিতাভ এত খুশি? শোনা যাচ্ছে, নতুন এই ছবিতে শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন ও সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন জুনিয়র বচ্চন।
আসলে, সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবিতে অভিনয় করছেন অভিষেক। শুরু হয়েছে সেই ছবির শুটিং। আর ছবির শুটিং শুরুর প্রথম দিনে অভিষেককে এক খোলা চিঠি লিখলেন সোশাল মিডিয়ায় বচ্চনসাব। কি লিখলেন তিনি ওই পোস্টে? তিনি লিখেছেন, ‘একটা ছবি কিছুদিনের মধ্যেই শুটিং শেষ হয়ে মুক্তির পথে। ‘কিং’ ছবির শুটিং শুরু হল। ভাইয়ু তোমাকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অনেক আশীর্বাদ। আরও একটা ছবির শুটিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। সেই ছবিও মুক্তি পাবে খুব তাড়াতাড়ি। তোমার জন্য আমার অনেক শুভেচ্ছা রইল।’
T 5425 – ek chap ke kuch hi dinon mein , release hone waali hai .. aur ek aur nayi film ki shuruaat ho gayi hai ..
pehla din film ‘KING’ ki shooting …
My blessings Bhaiyu .. love and more ❤️
And one more film shooting is complete and ready and coming soon ..
my prayers ever…— Amitabh Bachchan (@SrBachchan)
অন্যদিকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করেছেন এই বছরে অভিষেক। ২০০০ সালে বলিউডের ছবিতে প্রথম কাজ করেন অভিষেক। ছেলের এই জার্নি নিয়েও অন্য একটি পোস্ট করেছিলেন অমিতাভ। উল্লেখ্য, অভিষেককে নিয়ে তাঁর এক ভক্তের পোস্ট দেখে অমিতাভ বচ্চন ছেলের এই জার্নিকে বাহবা জানিয়েছেন। সেই ভিডিওতে তুলে ধরা হয়েছিল এতগুলো বছরের অভিষেকের ইন্ডাস্ট্রিতে জার্নি। তাঁর অভিনয় করার নানা চরিত্রের কিছু কিছু সেখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই পোস্টের পর ছেলেকে ২৫ বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে পূর্ণ করার অভিবাদন স্বরূপ অমিতাভ লিখেছেন, ‘তোমার এই বহুমুখী প্রতিভাকে আমি প্রণাম করি। হ্যাঁ, আমি তাঁর বাবা এবং আমি আমার ছেলে অভিষেককে তাঁর যোগ্যতার জন্য প্রণাম করছি।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.