Advertisement
Advertisement
Amitabh Bachchan

বিশ্ব অর্থনীতিতে চতুর্থ ভারত, অগ্নিবীরদের কৃতিত্ব দিয়ে বড় ‘ভবিষ্যদ্বাণী’ অমিতাভের

কঠিন সময়ে বিশ্বের অর্থনীতিতে বড় সাফল্য ভারতের। কোন বার্তা দিলেন বিগ বি?

Amitabh Bachchan salutes India's Agniveers, celebrates country's booming GDP
Published by: Sandipta Bhanja
  • Posted:May 26, 2025 2:40 pm
  • Updated:May 26, 2025 2:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে ভারত। নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যমের দাবিতে উচ্ছ্বসিত গোটা দেশ। পহেলগাঁও সন্ত্রাস, অপারেশন সিঁদুরের জেরে বিগত এক মাস ধরেই উত্তপ্ত ভারত, এমন আবহে বিশ্বের অর্থনীতিতে ভারত চতুর্থ স্থান দখল করার খবর যেন ‘শান্তিজলের’ মতো কাজ করল! স্বাভাবিকভাবেই দেশের আমজনতার পাশাপাশি সেলেবরাও উচ্ছ্বসিত। অমিতাভ বচ্চনও উচ্ছ্বাস প্রকাশ করে দেশের এই বড় অর্থনৈতিক সাফল্যের কৃতীত্ব দিলেন ভারতের ‘অগ্নিবীর’দের।

সুব্রহ্মণ্যমের দাবি, এই মুহূর্তে ভারতের অর্থনীতির মোট মূল্য ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার পেরিয়ে গিয়েছে। বৃহত্তম অর্থনীতির তালিকায় জাপানকে টপক ভারত এখন চতুর্থ স্থানে। একমাত্র আমেরিকা, চিন এবং জার্মানিই ভারতের চেয়ে এগিয়ে। সেই প্রেক্ষিতেই বলিউড শাহেনশা কলম ধরেছেন। এক্স হ্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করে প্রথমেই অগ্নিবীরদের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে ভারত মাতার জয়গান গেয়েছেন তিনি। শুধু তাই নয়, শীর্ষ তালিকায় থাকা প্রথম চার দেশের জিডিপি-র ব্যাখ্যা দিয়ে অমিতাভের দাবি, খুব শিগগিরিই ভারত তৃতীয় স্থান দখল করবে।

ঠিক কী লিখেছেন বিগ বি? তাঁর এক্স হ্যান্ডেলের পোস্টে উল্লেখ, জয় হিন্দ, জয় অগ্নিবীর। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, জার্মানির পরই ভারত। আর দু-তিন বছরে আমরা তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে নাম লিখিয়ে ফেলব। সংশ্লিষ্ট বিষয়ে তাঁর ব্লগ পোস্টে আরও সবিস্তার ব্যাখ্যা করেছেন বিগ বি। তাঁর কথায়, ঠিক যেমনটা আমি বলেছিলাম। জাপানকে হারিয়ে আমরা ইতিমধ্যেই বিশ্বের চতুর্থস্থানে উঠে এসেছি। মাত্র ৭৫ বছর আগে স্বাধীন হওয়া একটি দেশের এহেন সাফল্য অবিশ্বাস্য! পচাত্তর বছরে বিশ্বের আর কটা দেশ এই স্থানে পৌঁছতে পেরেছে? সেই পোস্টেই সীমান্ত প্রহরী অগ্নিবীরদের স্মরণ করেছেন অমিতাভ বচ্চন। বিগ বি লেখেন, “প্রতিনিয়ত আক্রমণের হাত থেকে দেশকে যেভাবে অগ্নিবীররা রক্ষা করছেন, তা ভাষায় প্রকাশ করার উর্ধ্বে। দেশাত্মবোধ ওঁদের মজ্জাগত।” অতঃপর কঠিন সময়ে এমন অর্থনৈতিক সাফল্য যে দেশবাসীর মনোবল আরও বাড়িয়ে দিল, সেকথাই উঠে এল অমিতাভ বচ্চনের পোস্টে।

প্রসঙ্গত, বছর দুয়েক আগে স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে সদর্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, ২০২৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। সেসময় অনেকেই মোদির সেই দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। কিন্তু সরকারের দাবি, সব সংশয় মিটিয়ে দ্রুতগতিতেই এগোচ্ছে ভারতের অর্থনীতি। শনিবার নীতি আয়োগের বৈঠক শেষে সিইও বিভিআর সুব্রহ্মণ্যম বললেন, “আমরা যখন কথা বলছি, তখন ভারত চার ট্রিলিয়নের অর্থনীতি হয়ে বিশ্বে চতুর্থ স্থানে উঠে এসেছে। আমরা এই গতিটা ধরে রাখতে পারলে আগামী আড়াই থেকে তিন বছরে আমরা তৃতীয় স্থানে উঠে আসতে পারব।” সেই একই কথা বিগ বি’র মুখেও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement