সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অয়ন মুখোপাধ্যায়ের ‘রামায়ণ’ ছবির জন্য মুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিতে বিভিন্ন চরিত্রের লুক এবং একইসঙ্গে ছবির প্রচার ঝলক। এবার প্রকাশ্যে এল আরও এক তথ্য। শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি থাকবেন অমিতাভ বচ্চন। ঠিক কোন ভূমিকায় রয়েছেন তিনি?
শোনা যাচ্ছে, এই ছবিতে সূত্রধরের ভূমিকায় থাকবেন অমিতাভ বচ্চন। তাঁর গমগমে কণ্ঠস্বরের মাধ্যমেই শুরু হবে এই ছবি। অভিনয়ের পাশাপাশি তাঁর কণ্ঠস্বরের অনুরাগী সংখ্যাও কম নয়। বিভিন্ন সময় বলিউডের বিভিন্ন ছবিতে তাঁর গলায় শুনতে শুনতে একইভাবে এগিয়েছে ছবির গল্প। এক্ষেত্রে উল্লেখযোগ্য ‘লগান’ ছবি। একইভাবে সেখানেও তাঁর গলা শুনতে পেয়েছিলেন দর্শক। এবার সেইভাবেই আরও একবার তাঁর কণ্ঠস্বরকেই ‘ব্রহ্মাস্ত্র’ হিসাবে ব্যবহার করা হবে। তাঁর কণ্ঠ দিয়েই নাকি শুরু হবে মেগাবাজেট ছবি ‘রামায়ণ’। ছবির টিমের তরফে এখনও এই খবর নিশ্চিত না করা হলেও গুঞ্জন যে সূত্রধর হিসাবেই নন বরং এই ছবিতে একইসঙ্গে ‘জটায়ু’ চরিত্রটিতেও তাঁর কণ্ঠ শোনা যাবে। এবং এখান থেকেই সকলের ধারণা যে এই ছবিতে সেই সূত্রধরের ভূমিকায় থাকবে স্বয়ং ‘জটায়ু’ এবং তিনিই গল্পটি বলে যাবেন রামায়ণে ঘটা সমস্ত কিছুর সাক্ষী হিসাবে। তাই এই খবরে দর্শক যে বেশ কৌতূহলী তা বলার অপেক্ষা রাখে না। এখন অপেক্ষা ছবির টিমের তরফে এই খবরে সিলমোহর দেওয়ার।
উল্লেখ্য, এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরই নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছিল। পছন্দের অভিনেতা-অভিনেত্রীদের দেখে তাঁরা অপেক্ষার প্রহর গোনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। এই ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুর যে তাঁর ফিল্মি কেরিয়ারে একটা নতুন মাইলস্টোন গড়তে চলেছেন, তা এই ঝলক দেখেই বেশ বোঝা গিয়্বেছে। নীতেশ তিওয়ারির ফ্রেমে বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির মিশেলে ‘রামায়ণ’-এ যে একটা বড় চমক অপেক্ষা করছে, সেই ইঙ্গিত আগেই মিলেছিল।শুধু তাইন নয় ছবির ফার্স্ট লুক দেখিয়ে শোরগোল ফেলে দিয়েছেন ইতিমধ্যেই পরিচালক। বিগ বাজেটের ‘রামায়ণ’ ছবিতে অভিনয় করছেন বলিউডের রণবীর কাপুর, সানি দেওলের পাশাপাশি ‘কেজিএফ’ স্টার যশ, বিজয় সেতুপতি, সাই পল্লবীরা মুখ্য ভূমিকায় অভিনয় করছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.