Advertisement
Advertisement
Amitabh Bachchan Ahmedabad Plane Crash

‘স্বচ্ছ তদন্ত হোক’, আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে যথাযথ পদক্ষেপের দাবি অমিতাভের

কোন ব্যক্তিগত শোকের কথা উল্লেখ করলেন বিগ বি?

Amitabh Bachchan wants 'Transparent Investigation' After Air India Plane Crash

ছবি ফাইল

Published by: Sandipta Bhanja
  • Posted:June 14, 2025 11:15 am
  • Updated:June 14, 2025 11:15 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় স্বজন হারানো মানুষদের কাতর কার্তি, কান্না কিছুতেই সহ্য করতে পারছেন না বিগ বি। আর সেই প্রেক্ষিতেই একবুক কষ্ট নিয়ে শনিবার ভোরবেলা কলম ধরলেন শোকে মূহ্যমান অমিতাভ বচ্চন। শুক্রবারই শোকজ্ঞাপন করতে গিয়ে ঈশ্বরের শরণাপন্ন হয়েছিলেন শাহেনশা, শনিবারও তাঁর লেখায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি। বিগ বি’র পোস্টেই স্পষ্ট কতটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি! একে আহমেদাবাদের বিমান দুর্ঘটনার ‘অভিশাপ’, উপরন্তু পারিবারিক বন্ধু বিয়োগ। অমিতাভের লেখার ছত্রে ছত্রে বেদনা।

Advertisement

ঠিক কী লিখেছেন বিগ বি? তাঁর ব্লগে প্রথমেই উড়ান দুর্ঘটনার উল্লেখ। অমিতাভের পোস্টের মর্মার্থ, “এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় অত্যন্ত শোকাহত এবং ভীষণ অনুশোচনায হচ্ছে। আমাদের সহনাগরিকদের মৃত্যুতে গোটা দেশের প্রতি সমবেদনা রইল। আমাদের এই শোক যেন সংহতিতে পরিণত হয়। স্বচ্ছ তদন্ত হোক। অর্থপূর্ণ পদক্ষেপ করা হোক এবং এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া হোক।” এরপরই ব্যক্তিগত শোকের কথা বলেছেন বিগ বি। সেখানে লেখা- আর আজকের সকালটা আমার এবং পরিবারের জন্য আরেকটি ধাক্কা। শোকে মূহ্যমান আমরা। আমার এক অত্যন্ত প্রিয় বন্ধু তার ছেলেকে হারিয়েছেন। তরতাজা একটা প্রাণ। এত উদ্যমী। আর এতটা আকস্মিক…! আমার বন্ধু এবং আমাদের পরিবারের জন্য এই যন্ত্রণা, এই শোক অকল্পনীয়। কিছুতেই বিশ্বাস হচ্ছে না এমন কোনও ঘটনা ঘটেছে। এই কঠিন সময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনও উপায় নেই। নিকটাত্মীয়ের এহেন ভয়ানক ক্ষতি সহ্য করার জন্য ঈশ্বর আমাদের শক্তি প্রদান করুন। ব্লগ পোস্টের পাশাপাশি এক্স হ্যান্ডেলেও হনিমানের ছবি পোস্ট করে জয় শ্রীরাম ধ্বনি দিয়েছেন অমিতাভ বচ্চন। যদিও কারও নাম তিনি নেননি, তবে একাংশের অনুমান, তাঁর এই লেখনী প্রয়াত সঞ্জয় কাপুরের জন্যই। কারণ বচ্চনকন্যা শ্বেতা নন্দার শ্বশুরবাড়ির সঙ্গে কাপুর পরিবারের আত্মীয়তার সম্পর্ক রয়েছে।

১২ জুন, বৃহস্পতিবার আহমেদাবাদে ২৪২ জন যাত্রী নিয়ে ওড়ার পরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ৭৮৭ বোয়িং বিমান। দুর্ঘটনার ২৪ ঘন্টা পর শোকপ্রকাশ অমিতাভ বচ্চনের। শুক্রবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন শাহেনশা। সেখানে লেখেন, ‘হে ভগবান! হে ভগবান! হে ভগবান! বাকরুদ্ধ! শূন্য! হে ঈশ্বর! দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য মন থেকে প্রার্থনা করছি।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ