সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা সিনেইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউডের পাশাপাশি বর্তমানে বলিউডেও নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন তিনি। শুরুটা যদিও নব্বইয়ের দশকে ‘আঁখিয়া’ সিনেমায় পরিচালক ডেভিড ধাওয়ানের হাত ধরে। তবে মাঝে বাংলা সিনে ইন্ডাস্ট্রির দায়িত্ব কাঁধে তুলে নেওয়ায় দু’ দশকের বিরতি! পরবর্তীতে ২০১২ সালে ‘সাংহাই’ ছবির হাত ধরে বলিউডে দ্বিতীয় ইনিংস শুরু করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তেইশে ‘জুবিলি’, ‘স্কুপ’-এর মতো হিন্দি সিরিজে মন জয় করে চব্বিশ সালে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ দিয়ে শোরগোল ফেলে দেন মায়ানগরীতে। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুজো রিলিজের জন্য শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন।
২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার ‘দেবী চৌধুরানী’র ট্রেলার শেয়ার করে ‘প্রিয় বুম্বা’কে শুভেচ্ছা জানিয়েছেন সিনিয়র বচ্চন। তবে তাঁর এক্স হ্যান্ডেলের পোস্টে নজর কাড়ল গোটা গোটা অক্ষরে বাংলা ভাষায় লেখা শুভেচ্ছাবার্তা। অমিতাভ লিখেছেন, ‘তোমার সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক বুম্বা, শুভেচ্ছা।’ আগামী ২৬ সেপ্টেম্বর পুজোর পর্দায় মাতৃশক্তির জয়ধ্বনি দিয়ে ঝাঁপিয়ে পড়বেন সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম নায়ক ‘ভবানী পাঠক’। যে চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। আর সেই ছবির জন্যই বুম্বাকে বাংলা ভাষায় শুভেচ্ছা অমিতাভের। রিলিজের আগে টিম ‘দেবী চৌধুরানী’কে উৎসাহ জোগাতে সিনিয়র বচ্চনের এহেন শুভেচ্ছাবার্তা যে ‘চাঙ্গায়নী সুধা’র কাজ করল, তা বলাই বাহুল্য।
T 5511 – all good wishes Bumba .. তোমার সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক, শুভেচ্ছা !!
— Amitabh Bachchan (@SrBachchan)
পালটা ধন্যবাদ জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। সিনিয়র বচ্চনের পোস্ট শেয়ার করে বুম্বার মন্তব্য, ‘আপনার শুভেচ্ছা এবং উৎসাহ শুধু আমার কাছে নয়, পুরো টিমের কাছেই খুব গুরুত্বপূর্ণ, ধন্যবাদ অমিতজি।’ সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দেবী চৌধুরানী’র ট্রেলার। সেখানেই ভবানী পাঠক অবতারে নজর কাড়লেন ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’। ব্রিটিশ শাসনের নাগপাশে যখন মাতৃভূমির মানুষজনের প্রাণ ওষ্ঠাগত, তখন দেবী চৌধুরানীকে শান দেওয়া তরবারিতে পরিণত করলেন ভবানী। গুরুর আদেশে যোগ্য শিষ্যার মতো চৌধুরানী (শ্রাবন্তী চট্টোপাধ্যায়) ঝাঁপিয়ে পড়লেন মাতৃভূমি রক্ষার্থে। সেই কাহিনিই শুভ্রজিৎ মিত্রের ফ্রেমে পর্দায় ফুটে উঠবে। কপালে রক্ততিলক, গলায় রুদ্রাক্ষের মালা, গেরুয়া বসন, মাথায় বাঁধা লাল কাপড়ের ফেট্টি। মুখে ‘জয় ভৈরবী’ ধ্বনি। দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞী ‘দেবী চৌধুরাণী’র গুরু ‘ভবানী পাঠক’-এর ভূমিকায় লাইমলাইট কেড়ে নিলেন প্রসেনজিৎ। ‘রঙ্গরাজ’ এবং ‘নিশি’র ভূমিকায় ততোধিক তুখড় অর্জুন চক্রবর্তী এবং বিবৃতি চট্টোপাধ্যায়। সেই ছবির জন্যই প্রসেনজিৎকে প্রাণভরা শুভেচ্ছা অমিতাভের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.