সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১২ সালে বন্ধু যশ চোপড়াকে হারিয়েছিলেন। এবার হারালেন বন্ধুপত্নী পামেলা চোপড়াকে (Pamela Chopra)। তাঁর সঙ্গেও ছিল অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সখ্যতা। এক সময় যে মানুষটার সঙ্গে নানা সুখ-দুঃখের কথা শেয়ার করেছেন, চুটিয়ে আড্ডা দিয়েছেন, সেই মানুষটা আর নেই। ভেঙে পড়েছেন বিগ বি। নিজের ব্লগে লিখেছেন তুমুল বিষন্নতার কথা।
বৃহস্পতিবার সকালে পামেলা চোপড়ার প্রয়াণের খবর চোপড়া পরিবারের পক্ষ থেকে জানানো হয়। ইনস্টাগ্রামে ‘যশরাজ ফিল্মস’-এর শোকবার্তায় লেখা হয়, “গভীর বেদনার সঙ্গে চোপড়া পরিবারের তরফে জানানো হচ্ছে যে বৃহস্পতিবার ভোরে ৭৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন পামেলা চোপড়া।”
জানা গিয়েছে, গত ১৫ দিন ধরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আদিত্য ও উদয় চোপড়ার মা। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। প্রিয় বন্ধুর স্ত্রীর প্রয়াণের পর নিজের ব্লগে বিগ বি লেখেন, “আচমকা যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়ার প্রয়াণের খবরে জীবন যেন থমকে গেল! কত সময় তাঁর সঙ্গে কাটিয়েছি। সিনেমা তৈরি, গান নিয়ে বসা আর ঘরোয়া আড্ডার সময়। সব এক নিশ্বাসে চলে গেল। একে একে সবাই ছেড়ে চলে যাচ্ছে। সেই সুন্দর মুহূর্তগুলোও যেন চলে গেল। প্রথম সেই দিনের কঠিন পরীক্ষা, হঠাৎ করে যশজির বাড়িতে চলে যাওয়া, পরিবারের সঙ্গে দেখা করা সমস্ত কিছু যেন আবার চোখের সামনে ভেসে উঠল। সত্যিই জীবন বড় অনিশ্চিত আর কঠিন।”
এদিন সমবেদনা জানাতে যশ চোপড়ার বাড়িতে গিয়েছিল বচ্চন পরিবার। শাহরুখ খান, ভিকি কৌশল, করণ জোহর, কাজল, ক্যাটরিনা কাইফ, জন আব্রাহাম, রণবীর সিং, দীপিকা পাড়ুকোনদেরও দেখা যায় চোপড়া পরিবারের বাড়িতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.