সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালে অমিতাভ বচ্চন অভিনীত স্পোর্টস ড্রামা ‘ঝুন্ড’-এ অভিনয় করেছিলেন প্রিয়াংশু ওরফে বাবু রবি সিং ছেত্রী। সেই অভিনেতার অর্ধনগ্ন দেহ উদ্ধার হল নাগপুরের এক পরিত্যক্ত বাড়ি থেকে। অভিযোগের তীর বন্ধু ধ্রুব লাল বাহাদুর সাহুর দিকে। মদ্যপ অবস্থায় বাকবিতণ্ডার জেরেই অভিনেতাকে খুন করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।
বছর তিনেক আগে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন একুশ বছর বয়সি প্রিয়াংশু। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, অভিযুক্ত ধ্রুব লাল বাহাদুর সাহুর সঙ্গে প্রিয়াংশুর বন্ধুত্ব ছিল। মঙ্গলবার মাঝরাতে সাহু এবং ছেত্রী দুজনেই একটি মোটরবাইকে করে জারিপটকা এলাকার এক পরিত্যক্ত বাড়িতে মদ্যপান করতে যান। সেখানেই বচসা বাঁধে তাঁদের। হাতাহাতি শুরু হয়। প্রিয়াংশুই নাকি প্রথমে বন্ধু ধ্রুবকে ঝগড়ার মাঝে শাসিয়েছিলেন। এবং পরে মদ্যপ অবস্থায় ঘুমিয়ে পড়েন। এরপরই ভয়ঙ্কর পরিণতি হয় ‘ঝুন্ড’ অভিনেতার।
পুলিশ জানিয়েছে, প্রিয়াংশু ওরফে বাবু রবি সিং ছেত্রীকে প্রথমে তার দিয়ে বেঁধে তারপর ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করেন ধ্রুব। শুধু তাই নয়, অর্ধনগ্ন অবস্থায় প্লাস্টিক দিয়ে বেঁধে ফেলা হয় তাঁকে। পুলিশের সংযোজন, স্থানীয়রাই প্রিয়াংশুকে অর্ধনগ্ন অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে ছোটেন। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই অভিযুক্ত ধ্রুবকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রসঙ্গত, নাগপুরের সমাজকর্মী বিজয় বার্সের জীবনীকাহিনি অবলম্বনে নির্মিত ‘ঝুন্ড’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন প্রিয়াংশু ওরফে বাবু রবি সিং ছেত্রী। পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ফুটবল টিম তৈরি করার কাহিনি দেখানো হয়েছিল এই ছবিতে। সেখানেই সিনিয়র বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন প্রিয়াংশু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.