সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই পৃথিবীতে মা ও সন্তানের সম্পর্ক, বন্ধন এ যেন চিরন্তন। এই সম্পর্ক এই বন্ধনের তুলনা করা যায় না। মা ও সন্তানের সেরকমই এক সম্পর্কের গল্প নিয়ে আসছে অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় ছবি ‘ডিয়ার মা’। এই ছবি ঘিরে রয়েছে অনেকটা আবেগ, ভালোবাসা ও আরও অনেক কিছু যা এককথায় বর্ণনা করা অসম্ভব। আগামী ১৮ জুলাই মুক্তি পাবে এই ছবি। এইমুহূর্তে চলছে জোরকদমে ছবির প্রচার।
ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন জয়া আহসান, চন্দন রায় সান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ। অন্যদিকে এই ছবির হাত ধরেই ১০ বছর পর বাংলা ছবি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘ডিয়ার মা’ ছবির ট্রেলার। মা ও সন্তানের সম্পর্ক, আত্মার টান, নানা টানাপোড়েন কঠিন বাস্তবের সম্মুখীন হওয়া, সন্তানকে আগলে রাখা সবটাই ফুটে উথেছে এই ছবির ট্রেলারে। শুরু থেকে শেষ অবধি পর্দায় সন্তানকে ঘিরে জয়ার উৎকণ্ঠা ফুটে উঠেছে পুরোদস্তুর ছবির ট্রেলারে। জয়ার অভিনয়ের কয়েক ঝলক দেখে রীতিমতো প্রশংসা করেছেন দর্শক। মন জয় করেছেন এই ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও ট্রেলারের ঝলকে।
ডিয়ার মা’ ছবির ট্রেলারে মুগ্ধ হয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চনও। ছবির ট্রেলার নিজের সোশাল মিডিয়ায় ভাগ করে শাহেনশা শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীকে। পোস্টে তিনি লিখেছেন, ‘টনিদা, আমার অনেক শুভেচ্ছা রইল’। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর ডাক নামে সম্বোধন করেই এদিন এই পোস্ট করেছেন অমিতাভ বচ্চন।
এই শুভেচ্ছাবার্তা আসার পর ঠিক কী অনুভূতি হয় পরিচালক ও জয়া আহসানের? সংবাদমাধ্যমকে তাঁরা বলেছেন, সকাল সকাল এমন শুভেচ্ছা পেয়ে তাঁরা রীতিমতো বাকরুদ্ধ। এটা তাঁদের কাছে একটা বড় প্রাপ্তি। শুধু তাঁদের জন্যই নয় বরং ছবির গোটা টিমের জন্যই এটা একটা বড় প্রাপ্তি।
অমিতাভ বচ্চনের এই শুভেচ্ছা বার্তা নিজেদের সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন যথাক্রমে পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী, ও এই ছবির দুই মুখ্য চরিত্রের অভিনেতা ও অভিনেত্রী চন্দন রায় সান্যাল ও জয়া আহসান। উল্লেখ্য, এর আগে অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘পিঙ্ক’ ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। এদিন নিজের সোশাল মিডিয়ায় বচ্চনসাবের শুভেচ্ছা বার্তা পোস্ট করে তাঁকে প্রণাম জানিয়েছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.