সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে সিনেমার লক্ষ্মীলাভের সঙ্গে তারকাজুটির সম্পর্কের সমীকরণ বদলে যাওয়ার খবর সিনেদুনিয়ায় নতুন নয়! সিনেমা সুপারহিট হলেই সেই জুটিদের নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যায়। সে ঐশ্বর্য-অভিষেক, শাহিদ-করিনা হোক কিংবা রণবীর-দীপিকা থেকে সিদ্ধার্থ-কিয়ারা, অনস্ক্রিনের রোম্যান্স সময়ের ফাঁক গলে কখন অফস্ক্রিনে ফুটে উঠবে, সেটা বলা দায়। এবার বলিউডে জব্বর খবর, শুধু রিল নয়, ‘সাইয়ারা’ জুটির প্রেম নাকি ‘রিয়েল লাইফে’ও জমে ক্ষীর। ধরিয়ে দিল কোল্ডপ্লে’র কনসার্ট!
১৪ অক্টোবর, মঙ্গলবার অনীত পাড্ডার জন্মদিন। ২৩ বছরে পা রাখবেন অভিনেত্রী। তার প্রাক্কালেই জুটিতে কোল্ডপ্লে’র কনসার্ট উপভোগ করতে দেখা গেল অহন-অনীতকে। অহন পাণ্ডে নিজেই মুহূর্ত নেটপাড়ায় ভাগ করে নিয়েছেন। যেখানে কখনও ক্রিস মার্টিনের জন্য গলা ফাটাতে দেখা গেল তাঁদের, আবার কখনও বা কোল্ডপ্লের এলইডি লাইটের রিস্টব্যান্ড পরে উল্লাসে মাততে দেখা গেল তারকাজুটিকে। আর ‘সাইয়ারা’ জুটির এহেন অফস্ক্রিন কেমিস্ট্রি দেখেই অনুরাগীদের উল্লাস। কনসার্ট থেকে ছড়িয়ে পড়া মুহূর্ত দেখে নেটপাড়ার একাংশের উপলব্ধি, ‘রিলের প্রেম এবার রিয়েল পর্যন্ত গড়িয়েছে বুঝি!’ কেউ বা আবার ‘মিষ্টি জুটি’ বলেও প্রশংসা করলেন। কোল্ডপ্লে’র কনসার্টে তারকাজুটির এহেন ঘনিষ্ঠ মুহূর্ত যে অহন-অনীতের প্রেমের জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি করল, তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, গত আগস্ট মাসে পর্দার প্রেমিক অহন পাণ্ডের মায়ের সঙ্গে শপিং মলের এক বুটিকে নায়িকা অনীত পাড্ডাকে দেখা গিয়েছিল। সেখানে অবশ্য মধ্যমণি অহনও উপস্থিত ছিলেন। অনস্ক্রিন নায়িকা অনীতের হাত ধরতে গেলে তিনি লজ্জায় হাত সরিয়ে নিয়ে সোজা অভিনেতার মায়ের সঙ্গে হাঁটা শুরু করেন। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নিয়ে নেটপাড়ায় কম কাটাছেঁড়া হয়নি! এবার কোল্ডপ্লে কনসার্ট থেকে জুটিতে ধরা দিয়ে প্রেমের জল্পনার পালে হাওয়া বাড়ালেন অহন পাণ্ডে, অনীত পাড্ডা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.