সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর কাপুরের ‘অ্যানিম্য়াল’ ছবিতে মেরেকেটে ছিলেন পনেরো মিনিট। কিন্তু এই পনেরো মিনিটেই মন জয় করেছেন দর্শকদের। ‘জামাল কুদু’ নাচ থেকে ববি দেওলের ‘আব্রার’ চরিত্রে দারুণ অভিনয় ‘অ্যানিম্যাল’ ছবির বড় চমক। যত দিন যাচ্ছে, ততই যেন জনপ্রিয় হচ্ছে ‘অ্যানিম্যাল’ ছবির এক হিংস্র চরিত্র আব্রার। আর সেই কারণেই এবার ‘অ্যানিম্যাল পার্ট টু’ অর্থাৎ ‘অ্যানিম্যাল পার্ক’ শুধু নয়, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবার তৈরি করতে চলেছেন আব্রারকে নিয়ে নতুন আরেকটি ছবি। আব্রারের উত্থান ও পতনই হবে এই ছবির গল্প। কীভাবে ‘অ্যানিম্যাল’ রণবীরের সঙ্গে শত্রুতা শুরু ববির, তাই উঠে আসবে এই নতুন ছবিতে।
শোনা যাচ্ছে, এই ছবির নায়কই হবেন ববি দেওল। রণবীরকে নাকি দেখা যাবে খুব অল্প সময়ের জন্য। অর্থাৎ ‘অ্যানিম্যাল’ ছবির ঠিক উলটোটা ঘটবে নতুন এই ছবিতে। নির্মাতা বলছেন, আব্রারের জনপ্রিয়তার জন্যই একটি স্পিন অফ ছবি তৈরি হওয়া দরকার। সূত্রের খবর, যশরাজ ফিল্মস ইতিমধ্যেই ‘গুপ্তচর ব্রহ্মাণ্ড’ তৈরি করেছে। ‘অ্যানিম্যাল’ নিয়েও এ রকম ব্রহ্মাণ্ড তৈরি করার কথা ভাবছেন পরিচালক ভাঙ্গা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবি নিয়ে চলা বিতর্কে মুখ খুললেন ববি। তিনি জানান, ”আমি একজন অভিনেতা। ছবির গল্পের জন্য যা ডিমান্ড করেছে, তাই করেছি। আমি হিংস্রতা বা কর্কশ পৌরুষকে প্রচার করছি না। তবে এটা বলতে পারি, একটু ভেবে দেখুন, ছবিতে যা দেখানো হয়েছে, সেরকম মানুষ কি সমাজে নেই!”
‘অ্যানিম্যাল’ ছবি থেকেই বাম্পার কামব্যাক করলেন ববি। হতাশায় ডুবে থাকা এই বলি নায়ক, ফের যেন নতুন আলো দেখতে পেলেন। তাই তো ‘অ্যানিম্যাল’ ছবির জন্য পরিচালক সন্দীপকে বার বার ধন্যবাদ জানিয়েছেন ববি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.