Advertisement
Advertisement

Breaking News

Projapoti 2

‘প্রজাপতি ২’ ছবিতে কোন ভূমিকায় পর্দার একেন? ফাঁস অনির্বাণ চক্রবর্তীর লুক

দেব-অনির্বাণের যুগলবন্দি ফিরে পেতে চলেছেন দর্শক পর্দায়।

anirban chakrabarti in Projapoti 2 tollywwod film
Published by: Arani Bhattacharya
  • Posted:July 11, 2025 5:03 pm
  • Updated:July 11, 2025 5:20 pm  

অরণী ভট্টাচার্য: দেবের সঙ্গে একই ছবিতে এর আগেও দেখা গিয়েছে তাঁকে। তিনি পর্দার এই প্রজন্মের জনপ্রিয় গোয়েন্দা ‘একেন বাবু’ অর্থাৎ অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। দেবের ‘খাদান’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল ‘মান্ডি’ চরিত্রে। ফের সেই যুগলবন্দি ফিরে পেতে চলেছেন দর্শক পর্দায়। লন্ডনে জোরকদমে চলছে এই ছবির শুটিং। মাঝেমাঝেই ছবির শুটিং ফ্লোর থেকে নানা মুডে নানা লুকে ছবি পোস্ট করছেন সুপারস্টার দেব। পোস্ট করেছেন এর আগে মিঠুন চক্রবর্তীর ও পরিচালক অভিজিৎ সেনের ছবিও। কিন্তু সেখানে কোথাও দেখা যায়নি অনির্বাণকে। এবার ফাঁস হল অভিনেতার লুক। শুক্রবার হঠাৎই লন্ডন থেকে এক বাঙালি অনুরাগীর পোস্ট করা ছবিতেই দেখা গেল অনির্বাণ চক্রবর্তীকে। আর সেখান থেকেই পরিষ্কার হয়েছে যে এই ছবিতে তাঁকেও দেখতে পাবেন দর্শক। 

Advertisement

অনির্বাণ চক্রবর্তীকে তাঁর লুকে দেখলে আন্দাজ করা যাচ্ছে যে, এই ছবিতে হোটেলের কর্মীর চরিত্রে হয়তো দেখা যাবে। তাঁর চরিত্রের নাম শাকিবুল। তবে কলকাতার পাশাপাশি লন্ডনেও অভিনেতার সঙ্গে সেলফি তোলার আবদার একইরকম অনুরাগীদের। সেই বিষয়ে কোনও ছেদ পড়েনি। অনির্বাণও যদিও হাসিমুখে পোজ দিয়েছেন ক্যামেরায়। হাসিমুখে লন্ডনের মাটিতে বাঙালি অনুরাগীর সেলফির আবদার মিটিয়েছেন। তবে এখানেই শেষ নয়। সুপারস্টার দেবের ছবির শুটিং বলে কথা। দেবদর্শনে একখানা সেলফি না তুললে হয়? তাই অনুরাগীর সেলফির আবদার মিটিয়েছেন দেব নিজেও। উল্লেখ্য সুপারস্টারের এখন চূড়ান্ত ব্যস্ততা। একদিকে ‘প্রজাপতি ২’ ছবির শুটিং চলছে সুদূর লন্ডনে। অন্যদিকে আগামী মাসে তাঁর বহু প্রতীক্ষিত ছবই ‘ধূমকেতু’-এর মুক্তি।

শুটিং ফ্লোর থেকে অনুরাগীদের পোস্ট করা ছবি।

সম্প্রতি বিদেশের মাটিতে নারকেল ফাটিয়ে ‘প্রজাপতি ২’ ছবির শুভসূচনা করেছিলেন দেব। অতনু রায়চৌধুরী, অভিজিৎ সেন ও দেব, এই ত্রয়ীর ছবি বরাবর দর্শকের মন জয় করে নিয়েছে। ২০২৩ সালের বড়দিনে মুক্তিপ্রাপ্ত ‘প্রজাপতি’ ছবিতে বাবা-ছেলের রসায়ন, সম্পর্কের বুনোট দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন দর্শক। আর তারপর থেকেই ছিল এই ছবির সিক্যুয়েলের অপেক্ষা। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। বাবা ছেলের সেই রসায়ন আবারও ফিরছে এই বড়দিনে। আবারও দেখা যাবে পর্দায় দেব-মিঠুন ম্যাজিক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement