সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও বিতর্কের শিরোনামে পবন সিং। মঞ্চে পারফরম্যান্সের মাঝেই সহ-অভিনেত্রী অঞ্জলি রাঘবের পেটে অশ্লীলভাবে হাত দেওয়ার অভিযোগ উঠল ভোজপুরী সুপারস্টারের বিরুদ্ধে। ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড়! কৃতকর্মের জন্যে লাগাতার সমালোচনার মুখে পড়তে হচ্ছে পবনকে। যদিও ব্যাখ্যা দিয়ে পবন জানিয়েছেন, ‘ওই অভিনেত্রীর পেটে মাছি বসেছিল, সেটা তাড়াতে গিয়েই হাত পড়ে যায় উন্মুক্ত পেটে।’ তবে ধোপে টেকেনি পবনের যুক্তি! এবার ভোজপুরী তারকার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে সিনেইন্ডাস্ট্রি ছাড়লেন অঞ্জলি রাঘব।
ঠিক কী ঘটেছে? লখনউতে পবন-অঞ্জলি তাঁদের নতুন গান ‘সাইয়া সেবা করে’র প্রচার করতে গিয়েছিলেন। সেখানেই লাইভ অনুষ্ঠানের মাঝে অঞ্জলির পেটে অশ্লীলভাবে হাত দেন পবন সিং। সেই ভিডিও ইতিমধ্যেই নেটাপড়ায় ভাইরাল। দেখা যায়, পবন কিছু একটা ইশারা করে বললেন অভিনেত্রীকে। যদিও অঞ্জলি তাতে প্রথমটায় পাত্তা দেননি। হাসিমুখে এড়িয়ে গিয়ে অনুষ্ঠান চালিয়ে যান। এরপরই তাঁর পেটে হাত দেন পবন সিং। আপাতভাবে সেই ভিডিও দেখে নেটদুনিয়ায় পবনকে কটাক্ষ করা শুরু হলেও কেউ কেউ আবার পালটা হাসিমুখো অঞ্জলিকেও আক্রমণ করেন! তাঁদের দাবি, অঞ্জলি তখন প্রতিবাদ না করে হাসছিলেন কেন? এবার সেই ভুল ভাঙানোর জন্যই একটি ভিডিও পোস্ট করে নিজের মতামত ব্যক্ত করলেন ভোজপুরী অভিনেত্রী।
Indian men don’t know the concept of Consent.
And it gets even worse in UP-Bihar🤢This is so-called Bhojpuri star Pawan Singh.
Imagine what his fans will be learning from him.— Tarun Gautam (@TARUNspeakss)
অঞ্জলি রাঘব জানিয়েছেন, “অনেকে আমাকে ভুল ভাবছেন এই ঘটনার জন্য। দোষ না সত্ত্বেও আমাকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। গত দুদিন ধরে আমি বিধ্বস্ত। লাগাতার কুরুচিকর মেসেজ পাচ্ছি। আমাকে বলা হচ্ছে, আমি নাকি প্রতিবাদ না করে বিষয়টা উপভোগ করেছি। আপনারাই বলুন, কেউ যদি জনসম্মুখে আপনাকে অশ্লীলভাবে স্পর্শ করে, তাতে কি আপনি খুশি হবেন? মজা পাবেন?”, কাঁদো কাঁদো মুখে প্রশ্ন ছুড়লেন তিনি। সেই ভিডিওতেই অভিনেত্রী সাফ জানান যে, “আমি যখন সেদিন মঞ্চে থাকা টিমকে জিজ্ঞেস করেছিলাম, সত্যিই আমার পেটে কিছু লেগেছিল কিনা? সকলেই একবাক্যে ‘না’ করেন। এই ঘটনায় আমার ভীষণ রাগ হচ্ছে। ততটাই ভেঙে পড়েছি আমি। মাঝেমধ্যে কেঁদে ফেলছি। জানি না কী করা উচিত আমার! আমি আর কোনওদিন ভোজপুরী সিনেমায় কাজ করব না।” উল্লেখ্য, ভোজপুরী মিউজিক ভিডিওর সুবাদে অঞ্জলি রাঘবের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। অভিনেত্রীর ভিডিও বার্তা দেখেশুনে তাঁরা এবার হেনস্তার অভিযোগে পবন সিংয়ের কড়া শাস্তির দাবি রেখেছেন। পাশাপাশি তিনি এও জানান যে, পবন সিংয়ের পিআর টিমের ভয় দেখিয়ে তাঁকে চুপ থাকার পরামর্শও দেওয়া হয়েছিল। এর আগে অশ্লীল গানের দায়ে আসানসোলে পবন সিংয়ের শো বাতিল হয়েছিল। বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় পবন সিংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.