Advertisement
Advertisement
Anjan Dutt

কেরিয়ারে এই প্রথম বাণিজ্যিক ছবি! কেন মিঠুনের সঙ্গে জুটি বাঁধলেন, খোলসা করলেন অঞ্জন

নিজেই জানালেন বর্ষীয়ান শিল্পী।

Anjan Dutt explains why he did commercial film Shreeman vs Shreemati

‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবিতে অঞ্জন-মিঠুন

Published by: Biswadip Dey
  • Posted:May 2, 2025 7:46 pm
  • Updated:May 2, 2025 7:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তি পেয়েছে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’। মিঠুন চক্রবর্তীর মতো সুপারস্টারের সঙ্গে এই ছবিতে রয়েছেন ‘বেলা বোসে’র প্রেমিক অঞ্জন দত্ত। যাঁর অভিনয় কিংবা গান- গত কয়েক দশক ধরে চুটিয়ে উপভোগ করে চলেছে বাঙালি। কিন্তু মৃণাল সেনের মতো পরিচালকের সঙ্গে কাজ করা অঞ্জন সেই অর্থে বাণিজ্যিক ছবিতে কখনওই কাজ করেননি। কেন সত্তর বছর পেরিয়ে এসে ‘মেনস্ট্রিম’ ছবিতে হঠাৎ দেখা গেল তাঁকে? এমন প্রশ্ন যে তাঁর ভক্তদের মনে জাগেনি তা নয়। এবার নিজেই তাঁর উত্তর দিলেন অভিনেতা।

Advertisement

ফেসবুকে একটি পোস্ট করে বর্ষীয়ান অভিনেতা লিখেছেন, ‘শ্রীমান ভার্সেস শ্রীমতি আমার জীবনের একটি অন্যতম ঘটনা। আমি এযাবৎ কোনো তথাকথিত বাণিজ্যিক বা মেনস্ট্রিম সিনেমায় পার্ট করিনি। ৪৫ বছর ধরে সিনেমায় মাত্র ২৭টা ছবিতে পার্ট করেছি। নিজের সিনেমাগুলো ধরে। আমি শুরুতেই বুঝতে পেরেছিলাম আমার দ্বারা তারকা হওয়া সম্ভব নয়। আমি অভিনেতা। হাতে গোনা, ৫ জন নির্দেশকদের সঙ্গে কাজ করেছি প্রায় ২৫ বছর। তারপর আমার পরের প্রজন্মের নির্দেশকদের কয়েকজনের সঙ্গে। হঠাৎ ৭১ বছরে এসে আমি একটি সম্পূর্ণ বাণিজ্যিক সিনেমায় কাজ করলাম কারণ মনে হল জীবনে একটা অভিজ্ঞতা অপূর্ণ থেকে যাবে। মিঠুন চক্রবর্তী আছে সেটা একটা কারণ। দায়িত্ব, পথিকৃৎ বসু, খুবই অল্প বয়সের নির্দেশক। বেশ মজার বুড়োদের একটা রোম্যান্টিক কমেডি বানাতে চেয়েছিল। আজ ছবিটা দেখলাম। আপনাদের অনেকের খারাপ লাগবে না বলে আমার ধারণা। এটা বড় পর্দায় দেখার সিনেমা।’

অঞ্জনের পোস্ট আরও একবার বুঝিয়ে দিল, জীবনের প্রতিটি মুহূর্তকে আলাদা করে দেখতে অভ্যস্ত তিনি। প্রতিটি পর্বেই নতুন করে তিনি তাঁর মনোজগৎকে জরিপ করেন। আর তাই এই বয়সে নতুন অভিজ্ঞতার কথা ভেবে মিঠুনের সঙ্গে বাণিজ্যিক ছবির পথে হাঁটলেন।

ছবির ট্রেলারেই আলাদা করে নজর কেড়েছিল অঞ্জনের লুক। বোহেমিয়ান লুকের সঙ্গে হাস্যরসের মিশেলে তাঁর চরিত্রটি যে ছবিতে অন্যমাত্রা যোগ করবে তার আভাস সেখানেই মিলেছিল। ছবির মুক্তি ঘিরে বেশ কিছুটা জলঘোলা হয়েছিল। পয়লা বৈশাখে ছবি মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে দেয় নির্মাতারা। জানা যায়, বক্স অফিসের কথা মাথায় রেখেই নাকি নির্মাতারা ছবির মুক্তি পিছিয়ে দিয়েছেন। ছবিটি প্রযোজনা করেছে কাহাক স্টুডিওজ। সব সমস্যা কাটিয়ে বৃহস্পতিবার, ১ মে ছবিটি বড়পর্দায় মুক্তি পেয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ