Advertisement
Advertisement
Ankush in Web Series

জল্পনায় সিলমোহর, ওয়েব সিরিজে অভিনয় করছেন অঙ্কুশ, প্রকাশ করলেন ফার্স্টলুক

বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে?

Ankush Hazra shared first look of his first web series | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 11, 2022 1:01 pm
  • Updated:December 11, 2022 5:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক ঘোষণা করে চলেছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। শনিবারই সহ-প্রযোজনা সংস্থার সঙ্গে মতপার্থক্যের জেরে ‘মির্জা’ সিনেমার মুক্তি সাময়িকভাবে পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছেন। আবার Zee5 প্ল্যাটফর্মে ব্যানারে নতুন কিছু করার আভাস দিয়েছেন।  তাতেই টলিপাড়ায় গুঞ্জন, এবার ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন অঙ্কুশ। আর সেই জল্পনায় সিলমোহর দিয়ে ফার্স্টলুক প্রকাশ করলেন অভিনেতা।

Advertisement

Ankush-Shikarpur

‘এরপর কী?’, এই ক্যাপশন দিয়েই নিজের ছবি পোস্ট করেছিলেন অঙ্কুশ। তাতেই শোনা যায়, পরিচালক নির্ঝর মিত্রর নতুন ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি। রহস্য রোমাঞ্চে ভরা এই সিরিজের নাম ‘শিকারপুর’। কাহিনির দুই মুখ্য চরিত্র চুমকি ও কেষ্ট। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কও দেখানো হবে।

Ankush 

[আরও পড়ুন: ফিরছে ‘হাওয়া খারাপ’-এর দিন, ‘বিরহী ২’র ট্রেলারে দেখুন কৃষ্ণ মাস্টার ও রাধার নয়া রসায়ন ]

সিরিজে কেষ্টর চরিত্রেই অভিনয় করেছেন অঙ্কুশ। ওয়েব সিরিজে অভিনয়ের একাধিক অফার এসেছিল অঙ্কুশের কাছে। কিন্তু কোনও চিত্রনাট্যই টলিউড অভিনেতার পছন্দ হয়নি। তবে নির্ঝর পরিচালিত সিরিজের গল্প বেশ পছন্দ হয়ে যায় তাঁর। সিরিজে অঙ্কুশের বিপরীতে চুমকির ভূমিকায় অভিনয় করছেন সন্দীপ্তা সেন। তাঁর বাবার ভূমিকায় দেখা যেতে পারে কৌশিক গঙ্গোপাধ্যায়কে। 

Sandipta-2

গতকাল অর্থাৎ শনিবার ইংরাজি ও বাংলা ভাষায় বিবৃতি দিয়ে অঙ্কুশ জানান, অভ্যন্তরীণ মতপার্থক্যের জেরে নেক্সজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে আর একসঙ্গে কাজ করারও কোনও সম্ভাবনা নেই। অঙ্কুশের প্রযোজনা সংস্থার ব্যানারে যে প্রজেক্টগুলি রিলিজ হওয়ার সম্ভাবনা ছিল। তা সময়েই মুক্তি পাবে। তবে ‘মির্জা’ সিনেমার মুক্তি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Ankush Hazra gave important information about Mirza Release | Sangbad Pratidin

২০২৩ সালের ইদে ‘মির্জা’র মুক্তি পাওয়ার কথা ছিল। ছবিটিকে আরও ভাল করে তৈরি করার জন্য কিছু পরিবর্তন করা হচ্ছে। পাশাপাশি শিল্পী ও টেকনিশিয়ানদের সুবিধার কথা মাথায় রেখেও শুটিং শেষ করতে সময় লাগবে। ফলে কিছু সময় অপেক্ষা করতেই হবে। তাই অনুরাগী ও দর্শকদের হতাশ না হয়ে অপেক্ষা করার অনুরোধ জানান অঙ্কুশ। কারণ ‘মির্জা’র মাধ্যমে তাঁদের অসাধারণ সিনেমা উপহার দিতে চান তিনি। পাশাপাশি ওয়েব সিরিজের মাধ্যমেও দর্শকদের মনে জায়গা করে নিতে চান বলেই খবর। 

[আরও পড়ুন: আড়াই বছরেও মেলেনি ভাড়াটে, প্রয়াত সুশান্তের ফ্ল্যাট নিয়ে সমস্যায় মালিক]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement