ছবি: ফেসবুক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদের (Eid 2024) বক্স অফিসে বাংলার মেগা রিলিজ ‘মির্জা’। নিজের প্রযোজনায় বড় যত্নে এই সিনেমা তৈরি করেছেন অঙ্কুশ হাজরা। ছবির মুক্তির জন্য ১০ এপ্রিল দিনটি হিসেবে ধার্য করেছিলেন তারকা। তা পিছিয়ে দেওয়া হল। কেন এই সিদ্ধান্ত? সংবাদ প্রতিদিন ডিজিটালকে জানালেন অভিনেতা-প্রযোজক।
লোকসভা ভোটের জন্য একাধিক ছবির রিলিজ পিছিয়েছে। কিন্তু অঙ্কুশ আগেই জানিয়েছিলেন, তাঁর ছবি ভোটের আগে মুক্তি পাবে। তাই রিলিজের তারিখ পালটানোর প্রশ্ন নেই। তবে এবারে দর্শকের কথা ভেবেই নিজের সিদ্ধান্ত বদল করলেন অভিনেতা-প্রযোজক। তাঁর বক্তব্য, ১০ তারিখে মানুষজন অন্য কাজে ব্যস্ত থাকবেন। সেদিন খুব একটা সিনেমা হলে যাওয়ার মতো পরিস্থিতি তাঁদের থাকবে না। সেই কারণেই মুক্তির তারিখ একদিন পিছিয়ে করা হয়েছে ১১ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার।
প্রসঙ্গত, ১০ তারিখ অর্থাৎ বুধবার সিনেমা মুক্তি পাচ্ছে অজয় দেবগনের ‘ময়দান’ এবং অক্ষয় কুমার-টাইগার শ্রফ জুটির ‘বড়ে মিঞা ছোট মিঞা’। তবে দুটি ছবিরই বেশিরভাগ শো বিকেলে বা রাতের দিকে। অঙ্কুশ সে পথে না হাঁটারই সিদ্ধান্ত নিয়েছেন। লক্ষ্মীবারেই সকাল থেকে ‘মির্জা’র (Mirza) শো চান অভিনেতা। সেই কারণেই রিলিজের তারিখ পিছিয়ে দিয়েছেন। যাতে ১০ তারিখ মানুষজন নিজের মতো করে সময় কাটিয়ে ১১ তারিখ নিজের ইচ্ছেমতো সময়ে ‘মির্জা’ দেখতে আসতে পারেন।
চলতি বছরে যে বড়সড় চমক দেবেন, তা আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন অঙ্কুশ (Ankush Hazra)। টলিউডের ট্রেন্ড বদলাতে তিনি যে নতুন তাস সাজিয়েছেন, তার আভাসও মিলেছিল ট্রেলারে। এবার সিনেমা হলের পালা। ছবিতে ‘মির্জা’ অঙ্কুশের ‘মুসকান’ হয়েছেন ঐন্দ্রিলা সেন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋষি কৌশক, শোয়েব কবীর, প্রিয়া মণ্ডল, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো অভিনেতা।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.