সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছু বছর আগের ঘটনা। ‘মি টু’ অভিযোগে নাম জড়িয়েছিল সঙ্গীত পরিচালক অনু মালিকের। একাধিক অভিযোগে জর্জরিত হয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই এই অভিযোগ ওঠার পর তার প্রভাব যে শুধু তাঁর উপরেই পড়েছিল এমনটা নয় একইভাবে প্রভাবিত হয়েছিল বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক অনু মালিকের পরিবারও। এবার এই নিয়ে মুখ খুললেন অনু মালিকের ভাই বিশিষ্ট সঙ্গীত পরিচালক তথা গায়ক ডাবু মালিক।
সম্প্রতি ভিকি লালওয়ানির সঙ্গে এক আলাপচারিতায় ডাবু বলেন, “এই ঘটনা আমাদের পরিবারকে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। মানসিকভাবে আমরা ভেঙে পরেছিলাম। আমাদের পরিবারের জন্য এটা একটা ভীষণ কঠিন সময় ছিল। এমনকি ওর জন্য(অনু মালিক) আমাদের ভীষণ খারাপ লাগত। আমি ওর খারাপ সময়ে পাশে থাকার চেষ্টা করেছি। খুব মেপে পদক্ষেপ করতে হত সেই সময়। আমরা অনুর খারাপ সময়টাতে ওকে যতটা সম্ভব মানসিক ও শারীরিকভাবে পাশে থাকার চেষ্টা করেছি।
উল্লেখ্য, ২০১৮ সালে অনু মালিকের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন সোনা মহাপাত্র-সহ আরও অনেকেই। কোনওরকম রেয়াত না করেই চাঁচাছোলা ভাষায় সোনা তাঁকে বলেছিলেন, “সবাইকে রিয়েলিটি শোয়ের বিচারক হয়ে সংসার চালাতে হবে এমন কোনও কথা নেই! বিশেষত যে উঠতি প্রতিভারা আসছে, তাদের নিরাপত্তা নষ্ট করে তো নয়ই। জাতীয় টিভি চ্যানেলে আসার কোনও অধিকার আপনার নেই।” এরপরই মাথা চাড়া দিয়ে ওঠে পুরনো বিতর্ক। সোনার সুরে সুর মিলিয়ে অনেকেই এই রিয়ালিটি শো থেকে অনুর সরে দাঁড়ানোর দাবি তোলেন। অতঃপর চ্যানেল কর্তৃপক্ষের তরফেও আপত্তি ওঠে। যার জেরে শোয়ের বিচারকের আসন ছেড়ে বেরিয়ে যেতে হয় অনু মালিককে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.