সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিপাড়ার জনপ্রিয় জুটি ও স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রী অনুপম খের ও কিরণ খের। তাঁদের ভালোবাসায় ভরা দাম্পত্য এক আলাদা সংজ্ঞা তৈরি করে। ১৯৮৫ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। কিন্তু দীর্ঘ দাম্পত্যে কিরণ ও অনুপম খেরের কোনও সন্তান প্রাপ্তি হয়নি। এর নেপথ্যে কোন কারণ? এবার এক সাক্ষাৎকারে সেই নিয়েই মুখ খুললেন অনুপম খের।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেতা বলেন, “নিজের সন্তান না থাকার বিষয় আমাকে ৬০ বছর বয়সের পর পীড়া দিতে শুরু করে। তাঁর আগে এই বিষয় আমাকে খুব একটা নাড়া দেয়নি। আনার সংস্থা বাচ্চাদের নিয়ে অনেক কাজ করে। এমনকি আমি একটি শো করতাম ‘সে সামথিং টু অনুপম আঙ্কল’ নামে। সেই শো করতে করতে আমার এই বিষয় আরও বেশি অনুভূত হয়। এই সময় যখন আমাকে কেউ জিজ্ঞেস করত তুমি কি এই শূন্যতা অনুভব করছ? আমি বলতাম হ্যাঁ।”
কিন্তু কেন কিরণকে বিয়ে করার ও সুখী দাম্পত্যের পরও সন্তানপ্রাপ্তি হয়নি কেন সেই বিষয়ে অনুপম খের আরও বলেন, “প্রথমদিকে সন্তানধারণে সমস্যা হয়। পরবর্তীকালে কিরণ গর্ভধারণ করলেও গর্ভে সন্তানের বিকাশ সঠিকভাবে হচ্ছিল না।” যদিও কিরণ খেরের প্রথম বিয়ে থেকে এক সন্তান রয়েছে। যাঁর নাম সিকন্দর। এই প্রসঙ্গে অনুপম খের বলেন, “যদিও সিকন্দর আমাদের জন্য অবশ্যই যথেষ্ট। ও আমার সন্তান অবশ্যই। আমার সঙ্গে কিরণের যখন বিয়ে হয় ওর তখন মাত্র ৪ বছর বয়স। যখন কিরণকে আমি বিয়ে করি তখন জীবনে কোনও কিছুর অভাব বোধ হয়নি আমার।” উল্লেখ্য ১৯৮৫ সালে কিরণ ও অনুপমের চার হাত এক হওয়ার আগে কিরণ তাঁর প্রথম বিয়ে নিয়ে ছিলেন বেশ অসুখী। নানারকম দাম্পত্য সমস্যা ছিল। ততদিনে অনুপম খেরেরও বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল। তবে দু’জনের পরিচয় ছিল অনেক আগে থেকেই। যা পরে ভালবাসায় পরিণত হয়। পরে চারহাত এক হয় তাঁদের। জীবনের নতুন এক জার্নি শুরু করেন বলিপাড়ার এই দম্পতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.