সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিআইপিদের মতো অতিরিক্ত সুযোগ-সুবিধে নিয়ে নয়, বরং আমজনতার মতোই জনঅরণ্যে মিশে গিয়ে মু্ম্বইয়ের ‘লালবাগচা রাজা’র দর্শন করলেন অনুপম খের। আর সোশাল মিডিয়ায় সেকথা ভাগ করে নিতেই কটাক্ষের শিকার প্রবীণ অভিনেতা। ‘অনুপম ত্বত্ত্ব’ কিছুতেই হজম করতে পারছেন না সমালোচকরা। কেউ ‘২১ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে গণপতি দর্শনে’র কথা বললেন তো কারও বা সন্দেহ, ‘অনুপম আদৌ সত্যি কথা বলছেন তো?’
লালবাগের মণ্ডপ থেকে ভিডিও শেয়ার করে অনুপম লিখেছিলেন, ‘আজ কোনওরকম ভিআইপি সুযোগ-সুবিধে ছাড়াই লালবাগের ঠাকুর দেখার সৌভাগ্য হল। সেই জন্যই মনটা আরও ভালো হয়ে রয়েছে। ভক্তদের ভালোবাসা আর উদ্যোক্তাদের ভাবনার মেলবন্ধনে এই পুজো জমে উঠেছে। লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসেনস কিন্তু ভিড় নিয়ন্ত্রণ করার কী সুন্দর ব্যবস্থা উদ্যোক্তাদের, দেখলেও গর্ব হয়।’ প্রবীণ অভিনেতার এহেন দাবি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না নেটভুবনের একাংশ। জনৈক আবার নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে পালটা প্রশ্ন তুলেছেন! তাঁর দাবি, ‘আপনি গণপতি দর্শন করতে পেরেছেন, খুব ভালো কথা। তবে আমি একটা ঘটনা বলি, একবার আমাদের রাত ১২.৩০ থেকে পরের দিন রাত ৯.৩০ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। শেষে ২১ ঘণ্টা পর গণপতি দর্শন করতে পারি। আমাদের মতো ‘আম পুন্যার্থী’দের জন্য লালবাগের ঠাকুর দেখা মোটেই সহজ নয়। তাই আপনি যখন বললেন, কোনও ভিআইপি সুযোগ-সুবিধে ছাড়াই গিয়েছেন, সেটা ভীষণ সন্দেহজনক। বিশ্বাস করতে পারছি না। গণপতির জন্য সকলের ভক্তি-ভালোবাসা সমান হলেও পুণ্যার্থীদের মধ্যে বিভাজন তৈরি করা হয়।’ অনেকেই এহেন অভিজ্ঞতার কথা শেয়ার করে অনুপম খেরের দাবিকে নস্যাৎ করার চেষ্টা করেছেন।
দাদরের লালবাগের পুজো মানেই বিশেষ আকর্ষণ। প্রতিবার গণেশ চতুর্থী থেকে দশ দিন এই ঐতিহ্যবাহী পুজো দেখতে হাজির করেন লক্ষ লক্ষ মানুষ। বলিউড তারকারাও বাদ যান না। খোদ অমিতাভ বচ্চন লালবাগচায় এসে গণপতি দর্শন করেন সপরিবারে। শাহরুখ-সলমনও বহুবার গিয়েছেন। কার্তিক আরিয়ান প্রতিবার পয়লা দিনেই লালবাগের মণ্ডপে ঢুঁ মারেন। সম্প্রতি লালবাগে গণপতি দর্শন করতে গিয়ে ভিড়ে চিড়েচ্যাপ্টা হওয়ার জোগাড় হয়েছিল জাহ্নবী কাপুরের। যদিও সিদ্ধার্থ মালহোত্রা সহ-অভিনেত্রীকে আগলে রেখেছিলেন, তবে শ্রীদেবীকন্যার কাঁদো কাঁদো মুখেই আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। এবার অনুপম খেরের দাবি, তিনি ভিআইপির মতো নয়, বরং আমজনতার মতোই লালবাগের মণ্ডপে গিয়েছিলেন। আর তাতেই প্রবীণ অভিনেতার দিকে ধেয়ে আসে একের পর এক কটাক্ষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.