সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়কটের ফাঁড়া কাটিয়ে সবে ‘বর্ডার ২’ সিনেমার শুটিং শুরু করেছেন দিলজিৎ দোসাঞ্ঝ। তবে ‘সর্দারজি ৩’ বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাঞ্জাবি পপস্টারের। পাকস্তানি শিল্পীদের সঙ্গে অভিনয় করায় ফিল্মি দুনিয়ায় রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছেন অভিনেতা। বলিউডের ফিল্ম সংগঠনগুলি গতমাসেই চোখ রাঙিয়েছে দিলজিতের বিরুদ্ধে। এমতাবস্থায় বিতর্কের আগেভাগে সই করা সিনেমাগুলো যাতে শেষমুহূর্তে বিশ বাঁও জলে না পড়ে, সেই প্রেক্ষিতেই প্রযোজকরা বাধ্য হয়ে দিলজিৎকে বয়কট না করার আর্জি জানিয়েছেন। তবে পরবর্তী ছবির শুটিংয়ের ঝলক দেখিয়ে গায়ক-অভিনেতা যতই পালটা জবাব দিন না কেন, বিতর্ক কিন্তু থামার নাম নেই! এবার দিলজিৎ দোসাঞ্ঝের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুললেন অনুপম খের।
এক বলিউড সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে প্রবীণ অভিনেতা সাফ জানিয়েছেন, দিলজিৎ দোসাঞ্ঝ তাঁর বাকস্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকার নিঃসন্দেহে প্রয়োগ করতে পারেন, তবে সিনেমাকে শিখণ্ডী করে সেটা করা অনুচিত। বিশেষ করে যখন পাকিস্তানের প্রসঙ্গ আসে। পহেলগাঁও সন্ত্রাসের পর দিলজিতের ‘সর্দারজি ৩’ ছবিতে একাধিক পাকিস্তানি শিল্পীর উপস্থিতি দেখে অভিনেতাকে বয়কট করার ডাক দিয়েছেন ভারতীয় দর্শকরা। সেই প্রেক্ষিতে অনুপম খেরের মত, “এটা ওঁর মৌলিক অধিকার। নিজস্ব অধিকার প্রয়োগের পূর্ণ স্বাধীনতা রয়েছে দিলজিতের এবং সেক্ষেত্রে তাঁকে স্বাধীনতা দেওয়াও উচিত। তবে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে, ওঁর পরিবর্তে আমি থাকলে, আমি একাজ করতাম না। কারণ কেউ যদি আমার বাবাকে চড় মারে। সে যতই ভালো গান করুক, যতই ভালো শিল্পী হোক, কিন্তু আমি তাকে আমার বাড়িতে আমন্ত্রণ জানিয়ে পারফর্ম করতে বলব না। অত ভালো আমি নই। উলটে আঘাতও করব না কিন্তু তার জায়গা তাকে দেখিয়ে দেব। আমার কাছে সিনেমার থেকে বোনের সিঁথির সিঁদুর অনেক বড়। আমার পরিবারকে কেউ আঘাত করলে আমি ছেড়ে কথা বলব না। কেউ যদি সেটা করতে পারে, তাহলে সেটা তার ব্যক্তিগত বিষয়।”
আসলে ‘সর্দারজি ৩’ ছবিতে হানিয়া আমির, নাসির চিন্যোতি, ড্যানিয়েল খাওয়ার এবং সেলিম আলবেলার মতো একাধিক পাক মুলুকের তারকা রয়েছেন। এদিকে পহেলগাঁও সন্ত্রাসের পর পাকশিল্পীদের রেয়াত করতে নারাজ গোটা দেশ। বলিউডও তখন সুর চড়িয়েছিল। তার ঠিক একমাসের মাথায় সিনেমার ঝলক প্রকাশ্যে আসায় রোষানলে পড়তে হয় দিলজিৎ দোসাঞ্ঝকে। তবে ভারতে মুক্তি না পেলেও এই সিনেমা নাকি পাকিস্তানের বক্স অফিসে বিপুল সাড়া ফেলে দিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.