বিরাট-অনুষ্কা। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভামিকার বয়স ৪ বছর। অকায় তো সবে দেড় বছর। তবে এখনও পর্যন্ত সন্তানদের প্রকাশ্যে আনেননি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ভক্তরা দুই খুদেকে দেখার জন্য যতই উদগ্রীব থাকুক না কেন, কড়া অবস্থান বিরুষ্কার। কিন্তু কেন লোকচক্ষুর আড়ালে তাঁরা সন্তানদের বড় করছেন? সেই নিয়ে দীর্ঘ ব্যাখ্যা দিলেন অনুষ্কা।
আসলে দুজনেই সেলিব্রিটি। তাঁরা কী করছেন, না করছেন, সব কিছুতেই প্রচারের আলো। স্বাভাবিকভাবেই তাঁদের সন্তানদের ছবি তোলার জন্যও পাপারাৎজিদের ভিড়। অনুষ্কা বলছেন, “আমরা চাই না, প্রচারের আলোয় আমাদের সন্তানরা বড় হোক। সোশাল মিডিয়াতেও তাদের আনতে চাই না। এই সিদ্ধান্তটা বড় হয়ে ওরা নিজেরাই নেবে। এখন সময় বদলেছে। বাবা-মাকে দেখেই তো সন্তানরা শিখবে। সেই জন্য আমাদের অনেক কিছু সামলে চলতে হয়।”
তিনি আরও বলেন, “আমরা কীভাবে দুনিয়া দেখছি, সেটার উপর অনেক কিছু নির্ভর করে। আমার ছোটবেলা ভালোবাসায় ভরা ছিল। সেখান থেকে আমি শিখেছি, কীভাবে গুরুজনদের সম্মান করতে হয়। আমরা চাই, আমাদের সন্তানরা নীতিশিক্ষা নিয়ে বড় হোক। চাই না, সন্তানরা কুশিক্ষা পাক, বড় হয়ে বখে যাক।”
কীভাবে ভামিকা আর অকায়কে বড় করছেন, সেটার একটা ছবিও তুলে ধরেন অনুষ্কা। তিনি বলেন, “বাবার কাজ, মায়ের কাজ বলে কিছু হয় না। এটা পরিবারের কাজ। নিজেদের কাজ ভাগ করে নিয়েছি। সব দিক ভারসাম্য রেখে ওদেরকে বড় করছি। প্রথমদিকে যদিও আমাকেই বেশি দায়িত্ব নিতে হয়েছে। আমি যদি মনে করি বছরে দুটো সিনেমা করব, করতেই পারি। কিন্তু বিরাটের ব্যাপারটা আলাদা। ওকে সারা বছর খেলতে হয়। সেখান থেকে পরিবারের জন্য সময় বের করা খুব গুরুত্বপূর্ণ।” সম্প্রতি টেস্ট থেকে অবসর নিয়েছেন কোহলি। মনে করা হচ্ছে, পরিবারকে সময় দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.