Advertisement
Advertisement
Anushka Sharma

আর ছবি প্রযোজনা করবেন না অনুষ্কা শর্মা! আচমকা কেন এমন সিদ্ধান্ত?

সম্প্রতি একটি নতুন ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসার ঘোষণা করেছিলেন অনুষ্কা!

Anushka Sharma Step out from her Production House | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 19, 2022 4:22 pm
  • Updated:March 19, 2022 4:24 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযোজনা সংস্থা থেকে সরে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। সম্প্রতি অনুষ্কা তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়ে দিলেন, তার পরিবর্তে প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মসের দায়িত্বে থাকবেন তাঁর ভাই করনেশ শর্মা। ভাইয়ের সঙ্গে মিলেই এই প্রযোজনা সংস্থা শুরু করেছিলেন অনুষ্কা। এবার সংস্থার পুরো দায়িত্ব ভাইয়ের হাতেই ছাড়লেন তিনি।

Advertisement

অনুষ্কা ইনস্টাগ্রামে পোস্টে লিখলেন, ‘ভাইয়ের সঙ্গে যখন প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মসের যাত্রা শুরু করেছিলাম, তখন ছবি প্রযোজনার ব্যাপারে আমরা কিছুই জানতাম না। তবে আমাদের স্বপ্ন ছিল নতুন কিছু করার। সেই ইচ্ছে নিয়েই অনেকটা দূর এসেছি। সাফল্যও পেয়েছি। আর এর জন্য ক্রেডিট দিতে চাই ভাই কারনেশকে। ওর জন্য নতুন দিশা দেখেছে এই সংস্থা।’

এই পোস্টে অনুষ্কা আরও লিখলেন, ‘আমি এখন এক সন্তানের মা। যার পেশা অভিনয়। অভিনয়টা আমার প্রথম প্রেম। তাই এখন অভিনয়ের সঙ্গেই যুক্ত থাকতে চাই। সেই কারণেই এই প্রযোজনা সংস্থা থেকে সরে এলাম। এখন থেকে এর দায়িত্ব সামলাবেন আমার ভাই কারনেশ। একদম সঠিক হাতেই থাকবে এই সংস্থা। তবে সংস্থার সঙ্গে অফিসিয়ালি যুক্ত না থাকলেও, ভাইয়ের পাশে আছি। সংস্থার সাফল্য সব সময় কামনা করব। আমার শুভেচ্ছা সব সময় থাকবে এই প্রযোজনা সংস্থার সঙ্গে।’

[আরও পড়ুন: নিকের ঠোঁটে ঠোঁট রেখে রং মাখলেন প্রিয়াঙ্কা! ভাইরাল রোম্যান্টিক হোলির ভিডিও]

কয়েকদিন আগেই খবরে এসেছিল অনুষ্কার তাঁর প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি ওটিটি প্ল্য়াটফর্ম খুলতে চলেছেন। যেখানে শুধুমাত্র দেখানো হবে নারী কেন্দ্রীক বিষয়বস্তুর ছবি। অন্যদিকে, খবরে আসে আমির খানের সঙ্গে নাকি জুটি বেঁধে নতুন এক নতুন ছবিতে অভিনয় করবেন অনুষ্কা। তবে তারই মাঝে হঠাৎ কেন প্রযোজনা সংস্থা ছাড়ার সিদ্ধান্ত নিলেন অনুষ্কা তা নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

[আরও পড়ুন: বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুদের উৎখাত নিয়ে ছবি নয় কেন? ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখে প্রশ্ন তসলিমার]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ