Advertisement
Advertisement
Anushka Sharma

অনুষ্কার খোলামেলা ছবি দেখে কুপোকাত! সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে আদর পাঠালেন বিরাট কোহলি

শুধু বিরাট নয়, অনুষ্কার ছবি দেখে মুগ্ধ অভিনেতা অর্জুন কাপুরও।

Anushka Sharma steps out in glamorous avatar after long break | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 26, 2022 4:38 pm
  • Updated:May 26, 2022 4:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী দিলেন ছবি। আর স্বামী কমেন্ট বক্স লিখলেন ওয়াও! আর তা নিয়েই রাতারাতি সোশ্যাল মিডিয়ায় হুল্লোড়! আসলে এই স্বামী-স্ত্রী সাধারণ কেউ নন! তাঁরা হলেন বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা! (Anushka Sharma) ব্যাপারটা একটু বিশদে বলা যাক। গতকাল ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলার মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টসের। সেই ম্যাচ জিতে বিরাট কোহলিরা ফাইনালের আরও কাছে। শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে আরসিবি। সেই ম্যাচ জিতলে ফাইনালে পৌঁছে যাবে কোহলির ব্যাঙ্গালোর। তবে ইডেনে ব্যাট হাতে অনুরাগীদের খুশি করতে পারেননি কোহলি। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে অনুরাগীদের মন জিতে নিয়েছেন অনুষ্কা। যা দেখে শুধু নেটিজেনরা নয়, কুপোকাত হয়েছেন খোদ বিরাট কোহলিও। অনুষ্কার প্রতিটি ছবিই লাইক করেছেন বিরাট।

Advertisement

Anushka Sharma loved Bengali summer delight 'Panta Bhat'

অনুষ্কা যে ছবি পোস্ট করেছেন সেখানে তাঁকে দেখা গিয়েছে কালো রঙের বডিকন গাউনে। যার নেকলাইনে স্পষ্ট হয়েছে অনুষ্কার ক্লিভেজ। এরকমই ছবি পোস্ট করে অনুষ্কা লিখলেন, ‘আমার ঘুমের সময় কেটে গিয়েছে দুঘণ্টা আগে, তবে আমাকে দেখতে ভালই লাগছে।’

[আরও পড়ুন: শুটিং করতে যাওয়ার পথে বিপত্তি, অভিনেত্রী অনন্যা গুহর চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ]

এই ছবি দেখে শুধু বিরাটই নয়, মুগ্ধ হয়েছেন অর্জুন কাপুরও। ছবির কমেন্ট বক্সে অর্জুন লিখলেন, ‘গয়না কোথায়, যেগুলোর কথা আমরা আলোচনা করেছিলাম?’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

বিয়ের অনেক আগে থেকেই অনুষ্কা ও বিরাটের প্রেম এবং রোমান্টিক ছবি দারুণ হিট সোশ্যাল মিডিয়ায়। এখন তো কন্যা ভামিকাও এসেছে বিরাটের সংসারে। সব মিলিয়ে এই সেলেব দম্পতি আরও বেশি করে প্রেমময় হয়ে উঠছেন। সংসার, কন্যা নিয়েই আপাতত মেতে আছেন অনুষ্কা। নিজেকে কিছুদিনের জন্য সিনেমা থেকে রেখেছেন দূরে। অনুষ্কার কথায়, ভামিকা একটু বড় হলেই ফের সিনেমার পর্দায় আসবেন। কথাও রেখেছেন তিনি। মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকের শুটিং করছেন অনুষ্কা। এসবের মাঝে প্রযোজক ভূমিকাতেও একের পর এক বাজিমাত করছেন নায়িকা। হাতে তাঁর প্রচুর প্রোজেক্ট। তবে কাজ থাকুক কাজের জায়গায়, স্বামী বিরাটকে নতুন করে প্রেমে ফেলতে কোনও চেষ্টাই বাদ রাখছেন না অনুষ্কা।

Virat Anushka

[আরও পড়ুন: ফের বলিউডে শাশ্বত চট্টোপাধ্যায়, কঙ্গনার পর এবার দীপিকার সঙ্গে দেখা যাবে অভিনেতাকে]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ