Advertisement
Advertisement
Aparajita Adhya

‘পরম সুন্দরী’ গানে কোমর দুলিয়ে নাচ Aparajita Adhya’র, সঙ্গী প্রিয়াঙ্কা

অভিনেত্রীর নাচ দেখে কী প্রতিক্রিয়া নেটিজেনদের?

Aparajita Adhya dances in Param Sundari song with Priyanka Bhattacharjee | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 10, 2021 5:48 pm
  • Updated:November 10, 2021 3:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৬ জুলাই মুক্তি পেয়েছিল কৃতি স্যানন (Kriti Sanon) অভিনীত ‘মিমি’ (Mimi Film)। তার ঠিক ১০ দিন আগে মুক্তি পেয়েছিল ছবির ‘পরম সুন্দরী’ গানটি। দাবানলের মতো নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল সেই গান। ইতিমধ্যেই সাত কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন গানটি। আর সেই গানের ছন্দেই চুটিয়ে নাচলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য (Priyanka bhattacharjee)।

Advertisement

নাচতে বরাবর ভালবাসেন অপরাজিতা। আশেপাশে সঙ্গীও অনায়াসে জুটে যায়। এবার পেয়ে গিয়েছেন প্রিয়াঙ্কাকে। টলিপাড়ার এই অভিনেত্রী অপরাজিতার বড় প্রিয়। এর আগেও তাঁর সঙ্গে প্রিয়াঙ্কাকে নাচতে দেখা গিয়েছিল। ‘পতি পত্নী অউর ও’ সিনেমার ‘ধীমে ধীমে গান’-এ ছন্দ মিলিয়েছিলেন তাঁরা। এবার ‘পরম সুন্দরী’ গানে ছন্দ মেলালেন। দুই অভিনেত্রীর এই নাচ বেশ পছন্দ হয়েছে দর্শকদের। অনেকেই তাঁদের এক্সপ্রেশনের প্রশংসা করেছেন।

[আরও পড়ুন: লিভ ইনের পর এবার বিয়ে করছেন Sohini-Ranojoy? টলিপাড়ায় জোর গুঞ্জন]

কিছুদিন আগেই বিবাহিত জীবনের ২৪ বছর পূর্ণ করেছেন অপরাজিতা আঢ্য। নতুন গাড়িও কিনেছেন অভিনেত্রী। নিজের জীবনের নানা খুঁটিনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

কিছুদিন আগেই ‘চিনি’ ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন অপরাজিতা। আগামীতে মৈনাক ভৌমিক পরিচালিত ‘একান্নবর্তী’ ছবিতে দেখা যাবে তাঁকে।  ছবিতে রয়েছেন সৌরসেনী মৈত্র, অনন্যা সেন।  এছাড়াও অপরাজিতার হাতে রয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় জুটির ‘বেলাশুরু’।  সে ছবির অন্যতম মুখ্য আকর্ষণ দুই প্রয়াত অভিনেতা কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: একই ছবিতে প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়া, ফারহানের পরিচালনায় তৈরি হচ্ছে Jee Le Zaraa]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ