Advertisement
Advertisement
Aparajita Adhya

প্রথমবার খলনায়িকার চরিত্রে অপরাজিতা, রাজমাতা লুকে চমক অভিনেত্রীর

কোন ছবিতে এই চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে?

Aparajita Adhya to play negative role in new bengali film
Published by: Arani Bhattacharya
  • Posted:July 15, 2025 12:36 pm
  • Updated:July 15, 2025 12:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক্কেবারে ছকভাঙা চরিত্রে এবার ধরা দিতে চলেছেন টলিপাড়ার স্বনামধন্য অভিনেত্রী অপরাজিতা আঢ্য। টেলিভিশন থেকে বড়পর্দা সর্বত্রই তিনি নতুন নতুন চরিত্রে দর্শককে তাক লাগিয়েছেন। এবার খলনায়িকার চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি। মুখ্য চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে। ছবির নাম ‘বানসারা’।ছবির পরিচালক আতিউল ইসলাম। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবিতে অপরাজিতার লুক।

Advertisement

পুরুলিয়ায় জোরকদমে চলেছে ছবির প্রথম ভাগের শুটিং। ছবির নামও পুরুলিয়াকে কেন্দ্র করেই। ‘বানসারা’ মূলত পুরুলিয়ার জঙ্গলে ঘেরা একটি গ্রাম। যে গ্রামের বনদেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে ‘বানসারা’। সেই বনদেবী এতটাই জাগ্রত যে গ্রামের অপরাধীদের তিনি নিজে হাতে শাস্তি দেন। অন্যায়কে দমন করাই তাঁর মূল উদ্দেশ্য। প্রকাশ্যে এসেছে এই ছবিতে রাজমাতার ভূমিকায় অপরাজিতা আঢ্যর লুক। একইসঙ্গে প্রকাশ্যে এসেছে ছোটো রাজমাতার লুক। অপরাজিত আঢ্যর ছোটবেলার চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী তানিসি মুখোপাধ্যায়। এছাড়াও এই ছবতে রয়েছেন বনি সেনগুপ্ত।

পুরুলিয়াতে একাধিক লোকেশনে হয়েছে ছবির শুটিং। পুরুলিয়ার পাহাড়ের উপরে একের পর এক সেট তৈরি করা হয়েছে ছবির শুটিংয়ের জন্য। শুধু তাই নয় পুরুলিয়ার শুটিং লোকেশনে বিভিন্ন মাটির বাড়িকে নতুনভাবে রঙ করে ব্যবহার করা হয়েছে শুটিংয়ের জন্য। পাহাড়ের উপর তৈরি করা হয়েছিল ৪০ ফুট উচ্চতার দেবী মূর্তি। পুরুলিয়ার পর এবার কলকাতায় শুরু হয়েছে ছবির দ্বিতীয় ভাগের শ্যুটিং। এই ছবি নিয়ে পরিচালক আতিউল ইসলাম জানান “এই ছবিতে প্রতিটা চরিত্রের আলাদা স্তর রয়েছে। ছবিতে রুয়েছে মোট তিনটি গান। শুধু তাই নয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য ও বনি সেনগুপ্তকে এই ছবিতে দেখলে চমকে যাবেন দর্শক। ছবিতে অপরাজিত আঢ্যর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছে তানিসি মুখোপাধ্যায়। এছাড়াও দর্শকের জন্য আরও অনেক চমক অপেক্ষা করছে এই ছবিতে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ