Advertisement
Advertisement
AR Rahman

দুঃসময়ে দিলীপ কুমার থেকে নাম বদলে হন এ আর রহমান, নেপথ্যে কোন কারণ? জানালেন নিজেই

'আমার জীবনে এই আধ্যাত্মিক পরিবর্তন আসে আমার বাবার মৃত্যুর পর'- এ আর রহমান।

AR Rahman Never Liked His Hindu Name Dilip Kumar, 'Instantly Loved' Rahman
Published by: Arani Bhattacharya
  • Posted:October 17, 2025 3:27 pm
  • Updated:October 17, 2025 3:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্কারজয়ী সঙ্গীত পরচালক এ আর রহমান তাঁর পেশাগত জীবনের পাশাপাশি বরাবর নিজের আধ্যাত্মিক বিশ্বাস নিয়েও মুখ খুলেছেন তিনি। এহেন এ আর রহমান তাঁর জীবনে আধ্যাত্মিকতার উপর বিশেষভাবে ভরসা রাখা শুরু করেন তাঁর বাবার মৃত্যুর পর। প্রিয়জনকে হারিয়ে জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন। এমনকি আজ সারা বিশ্ব যে নামে তাঁকে চেনে সেই নামও তিনি গ্রহণ করছিলেন সেই সময়েই।

Advertisement

আসলে হিন্দু ধর্মাবলম্বী সঙ্গীত পরিচালকের জন্মসূত্রে নাম ছিল দিলীপ কুমার। জীবনে এই আমূল পরিবর্তন কীভাবে এসেছিল তা নিয়ে বলতে গিয়ে এ আর রহমান বলেন, “আমার জীবনে এই আধ্যাত্মিক পরিবর্তন আসে আমার বাবার মৃত্যুর পর। আমি এবং আমার পরিবার একজন হিন্দু জ্যোতিষকে দেখিয়েছিলাম। তারপরই আমরা ইসলামধর্মে দীক্ষিত হয়েছিলাম। তিনিই আমার নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন, এবং আমাকে দুটি নামের মধ্যে একটি বেছে নিতে বলেছিলেন। সেই দু’টি নাম ছিল যথাক্রমে, আবদুল রহমান এবং আবদুল রহিম। সত্যি বলতে আমি কখনই আমার প্রথম নাম নিয়ে খুশি ছিলাম না। তাই আমাকে যখন নাম পরিবর্তনের পরামর্শ দেওয়া হয় তখন আমার মা আমাকে বলেন আবদুল না রেখে আল্লারাখা রহমান রাখতে। আমার যদিও শুরু থেকেই রহমান নামটি পছন্দ হয়েছিল আর এই আল্লারাখার অর্থ হল ঈশ্বরের দ্বারা সুরক্ষিত। এই সময়ই আমি এবং আমার পরিবার ইসলাম ধর্মে দীক্ষিত হই।”

এই মুহূর্তে নিজের আগামী লাইভ অনুষ্ঠান নিয়ে মহড়া ও নানা প্রস্তুতির মধ্যে দিন কাটছে তাঁর। বারাণসীর বুকে সঙ্গীত পরিচালকের আগামী অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। এই শহরের ইতিহাস নিয়ে তিনি খুবই আগ্রহী বরাবর এমনটাও জন্মদিন। এর আগে এই একই স্থানে অনুষ্ঠানের সুযোগ হাতছাড়া হয়েছিল তাঁর। তাই এবার আর কোনও রকম সুযোগ হাতছাড়া করতে চান না এ আর রহমান। তিনি বলেছেন, “এই শহরটার ইতিহাস নিয়ে আমি খুবই আগ্রহী। এই শহরের আনাচেকানাচে ছড়িয়ে রয়েছে একাধিক গল্প আর নানা ঘটনা আমি সেগুলো জানতেও ভীষণ আগ্রহী আমার অনুষ্ঠানের পাশাপাশি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ