Advertisement
Advertisement
Celebrity Der Durga Puja

১৯ বছর পর মহালয়ার সঙ্গীতানুষ্ঠানে আরতি মুখোপাধ্যায়, থাকছেন কবীর সুমনও

কবে, কোথায় অনুষ্ঠিত হচ্ছে? জেনে নিন।

Arati Mukherjee's Mahalaya programme after 19 years
Published by: Sandipta Bhanja
  • Posted:September 18, 2025 9:10 pm
  • Updated:September 18, 2025 9:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহালয়ার ভোর মানেই রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে ‘মহিষাসুরমর্দিনী’। আর রেডিও বন্ধ করেই টিভির পর্দায় চোখ থাকে দর্শকের। বিভিন্ন চ্যানেলের তারকাখচিত মহালয়ার অনুষ্ঠানে নিত্যনতুন চমকের ভিড়। তবে এবার শহরবাসীর জন্য দারুণ উপহার নিয়ে আসতে চলেছে কলকাতা পুরসভা। উনিশ বছর পরে মহালয়ার অনুষ্ঠানে প্রত্যাবর্তন করছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়। অতঃপর এবারের দেবীপক্ষের শুরুর আমেজটাই যে অন্যরকম হবে, তা বলাই বাহুল্য।

Advertisement

কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে চলেছে ‘জাগো দুর্গা’। আগামী ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় মহাজাতি সদনে শুরু হবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের অন্যতম প্রাপ্তি একই মঞ্চে সঙ্গীতজ্ঞদের সমাহার। সঙ্গীত পরিবেশন করবেন কবীর সুমন, স্বাগতালক্ষী দাশগুপ্ত, সৈকত মিত্র, দেব চৌধুরী প্রমুখ। থাকছেন বিশিষ্ট বাচিক শিল্পী দেবাশিস বসু, মৌনীতা চট্টোপাধ্যায়রা। এপ্রসঙ্গে কবীর সুমন জানিয়েছেন, “এইদিনে আমরা বাংলা আধুনিক গান গাইব। আমি আমার তৈরি বাংলা গান গাইব, থাকবেন আরও অনেক শিল্পীরা।” উল্লেখ্য, একমঞ্চে আরতি মুখোপাধ্যায়ের সঙ্গে কবীর সুমনকে পাওয়া যে শ্রোতাদের জন্য সুবর্ণ সুযোগ হতে চলেছে, তা বলাই বাহুল্য। কারণ সম্প্রতি জানা গিয়েছিল, শিল্পীর শরীর ভালো নেই।

উল্লেখ্য, আরতি মুখোপাধ্যায় মানেই বাংলা আধুনিক থেকে ছায়াছবির সব কালজয়ী গান। যা আজও শ্রোতামহলে একইরকম জনপ্রিয়। ‘এই মোম জোছনায়’ থেকে ‘যদি আকাশ হত আঁখি’ কিংবা ‘আমি মিস ক্যালকাটা’, আজও আম বাঙালির হৃদয়জুড়ে। অতঃপর ১৯ বছর পর মহালয়ার সঙ্গীতানুষ্ঠানে তাঁকে পাওয়া অনুরাগীদের জন্য পরমপ্রাপ্তি। তিনি জানিয়েছেন, “এই শহর আমার প্রাণের শহর, গানের শহর, মহালয়ার পুণ্য দিনে গান গাইতে আসছি সত্যি খুব ভালো লাগছে।” অনুষ্ঠানের ব্যবস্থাপনায় বাবুতাই ঘোষ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement