Advertisement
Advertisement
Arbaaz Khan

হাসপাতালে কন্যাসন্তান কোলে খুশিতে ডগমগ ৫৮-র আরবাজ, সদ্যোজাতকে নিয়ে গেলেন সলমনের বাড়ি

প্রথমবার কন্যাসন্তানের বাবা হওয়ার স্বাদ পেলেন আরবাজ খান। মেয়ের মুখ দেখালেন?

Arbaaz Khan Holds Newborn Daughter As Sshura Returns Home After Delivery
Published by: Sandipta Bhanja
  • Posted:October 8, 2025 4:29 pm
  • Updated:October 8, 2025 4:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আটান্ন বছর বয়সে দ্বিতীয়বার পিতৃত্বের স্বাদ পেলেন আরবাজ খান। লক্ষ্মীপুজোর আগের দিন রবিবারই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আরবাজ খানের দ্বিতীয় পক্ষের স্ত্রী সুরা খান। প্রথমপক্ষের ছেলে আরহান এখন অনেকটাই বড়। নিজের পডকাস্টও শুরু করেছেন। তবে এইপ্রথমবার কন্যাসন্তানের বাবা হওয়ার স্বাদ পেলেন আরবাজ। আর সেই উচ্ছ্বাস ধরা পড়়ল অভিনেতার চোখেমুখে।

Advertisement

বুধবার মুম্বইয়ের খর এলাকার পিডি হিন্দুজা হাসপাতাল থেকে সদ্যোজাতকে কোলে নিয়ে বেরতে দেখা যায় আরবাজকে। বলিউড মাধ্যম সূত্রে খবর, প্রথমেই সলমনের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে যাবেন সুরা-আরবাজ। নিয়মমাফিক সেখানেই হবে কন্যাসন্তানের গৃহপ্রবেশ। তার পরের গন্তব্য নিজেদের ভালোবাসার আস্তানা। বুধবার হাসপাতাল থেকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল, গোলাপি তোয়ালে মোড়া সদ্যোজাতকে নিয়ে হাসিমুখে হাসপাতাল থেকে বেরলেন আরবাজ। পরনে কালো টিশার্ট। পাশেই মাস্কে ঢাকা মুখ, কালো জ্যাকেট পরনে স্ত্রী সুরা খান। সুরা গাড়িতে উঠে গেলেও, বাবা আরবাজের উচ্ছ্বাস যেন কিছুতেই বাধ মানছে না! কন্যাকে কোলে নিয়ে গাড়িতে ওঠার আগে পাপারাজ্জিদের ক্যামেরাতেও লাজুক মুখে পোজ দিলেন অভিনেতা-প্রযোজক।

প্রথমবার কন্যাসন্তানের পিতা হওয়ার স্বাদ পেয়েছেন, আরবাজের চোখেমুখে সেই উচ্ছ্বাস, আনন্দ উল্লাস স্পষ্ট। পাপারাজ্জিরাদের উদ্দেশে হাত নেড়ে কুশল মঙ্গলও বিনিময় করেন তিনি। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি ছবিশিকারীরা। এদিকে জেঠু হওয়ার পরদিনই সোমবার হাসপাতালে ভ্রাতুষ্পুত্রীকে দেখতে যান সলমন খান। হাসপাতালে প্রবেশ করার সময়ে ভাইজানের হাসিখুশি মুখ নজর এড়ায়নি পাপারাজ্জিদের। অনুরাগীরাও সলমনের উচ্ছ্বাস দেখে ততোধিক উচ্ছ্বসিত। জানা গিয়েছে, বুধবার সলমনের দুই বোন আলভিরা, অর্পিতা শর্মারা সপরিবারে আরবাজকন্যার গৃহপ্রবেশের সময়ে উপস্থিত থাকবেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

বেশ কিছুদিন আগেই হয়ে গিয়েছে সুরার জমজমাট সাধের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সেখানে সলমন খান, সোহেল খান, আরহান খান, অর্পিতা খান ও আরবাজ খান প্রমুখ। এদিন হলুদ রঙের রংমিলান্তি পোশাকে সেজেছিলেন সুরা ও আরবাজ। এবার কন্যাসন্তানকে নিয়ে গৃহপ্রবেশের পালা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ