Advertisement
Advertisement
Arbaaz Khan-Sshura Khan

সুরাকে নিয়ে হাসপাতালে আরবাজ, কবে ভূমিষ্ঠ হবে সন্তান?

তাহলে কি অপেক্ষার প্রহর গোনা শেষ?

Arbaaz Khan, wife Sshura arrive at hospital ahead of baby's birth
Published by: Arani Bhattacharya
  • Posted:October 4, 2025 9:32 pm
  • Updated:October 4, 2025 9:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেতা-প্রযোজক আরবাজ খানের অন্তঃসত্বা স্ত্রী সুরা খানকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হল শনিবার রাতে। মুম্বইয়ের খর এলাকার পিডি হিন্দুজা হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি হয়েছেন সুরা। আরবাজ ও সুরার প্রথম সন্তানকে স্বাগত জানাতে অপেক্ষার প্রহর গুনছে গোটা খান পরিবার।

Advertisement

শনিবার মুম্বইয়ের খর এলাকার পিডি হিন্দুজা হাসপাতালের বাইরে দেখা যায় দম্পতিকে। এরপর পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন ফোনে ব্যস্ত আরবাজ খান। সেই ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বেশ কিছুদিন আগেই হয়ে গিয়েছে সুরার জমজমাট সাধের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সেখানে সলমন খান, সোহেল খান, আরহান খান, অর্পিতা খান ও আরবাজ খান প্রমুখ। এদিন হলুদ রঙের রংমিলান্তি পোশাকে সেজেছিলেন সুরা ও আরবাজ।

২০২৩ সালে ফের সুরার সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সারেন আরবাজ। গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল, সুরার কোল করে আসতে চলেছে সন্তান। দ্বিতীয় স্ত্রী সুরা খানের সঙ্গে ২৩ বছরের ফারাক! অসমবয়সি এই দাম্পত্য নিয়ে নিন্দুকদের কটাক্ষ তো বটেই এমনকী বলিউডে কানাঘুষোরও অন্ত নেই। কিন্তু ভাইজানের ভাই রয়েছেন দিব্যি! মালাইকা অরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদ, জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে প্রেমে ভাঙন এসব তিক্ত অতীত ভুলে ২০২৩ সালে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন আরবাজ খান। পেশায় বলিউডের মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গেই দ্বিতীয়বার ছাদনাতলায় বসেন সলমন খানের ভাই। ‘পাটনা শুক্লা’ নামে এক ছবির শুটিং করতে গিয়েই সেটে সুরার সঙ্গে আলাপ হয় আরবাজের। সেখান থেকেই মন দেওয়া নেওয়া। শুভ পরিণয়, সুখী দাম্পত্যের পর এবার ঘরে নতুন অতিথির আসার পালা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ