Advertisement
Advertisement
Giorgia Andriani

সবুজ বিকিনিতে উপচে পড়া যৌবন, নেটদুনিয়ার আগুন ঝরালেন আরবাজ খানের প্রেমিকা

আরবাজের থেকে ২২ বছরের ছোট তাঁর প্রেমিকা জর্জিয়া।

Arbaaz Khan's girlfriend Giorgia Andriani sets internet ablaze by her latest video | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 6, 2022 7:19 pm
  • Updated:November 6, 2022 7:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে আসার পর থেকে বলিউড সিনেমায় সেভাবে নজর কাড়তে পারেননি। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় আরবাজ খানের (Arbaaz Khan) প্রেমিকা জর্জিয়া আন্দ্রিয়ানি। এবার বিকিনি ও স্কার্ট পরে পুল টেবিলের উপরে উঠে বসলেন ইটালিয়ান বংশোদ্ভূত মডেল তথা অভিনেত্রী। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

Advertisement

Arbaaz-girlfriend-2

‘ভাইরাল ভায়ানি’ নামের পেজ থেকে জর্জিয়ার ভিডিওটি শেয়ার করা হয়েছে। যাতে সবুজ রঙের বিকিনি পরে পুল টেবিলের উপর বসে থাকতে দেখা যাচ্ছে জর্জিয়াকে। গানের সঙ্গে ছন্দ মিলিয়ে লাস্যময়ী ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। উন্মুক্ত বক্ষবিভাজিকা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ‘আদরের ঐন্দ্রিলা’কে খোলা চিঠি সুদীপার, মন উজার করে লিখলেন মনের কথা]

জর্জিয়ার এই লাস্যময়ী ভিডিওতেই কুপোকাত নেটিজেনদের একাংশ। অনেকেই প্রতিক্রিয়া দিতে গিয়ে আগুনের ইমোজি ব্যবহার করেছেন। অনেকের আবার আরবাজের প্রেমিকার এমন খোলামেলা পোশাক নিয়ে কটাক্ষ করেছেন। কেউ জর্জিয়াকে উরফি জাভেদের সঙ্গে তুলনা করেছেন, কেউ আবার তাঁকে পর্ন ইন্ডাস্ট্রিকে নাম লেখানোর পরামর্শ দিয়েছেন। জর্জিয়ার ‘অঙ্গভঙ্গি’ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। 

Giorgia Andriani post reaction

উল্লেখ্য, ২০১৭ সালে বলিউডের ‘ছঁইয়া ছঁইয়া গার্ল’ মালাইকা অরোরার সঙ্গে ডিভোর্স হয় আরবাজের। তার কিছুদিন পর থেকেই জর্জিয়ার (Giorgia Andriani) সঙ্গে সলমন খানের ভাইয়ের প্রেমের গুঞ্জন শোনা যায়। বোন অর্পিতা খানের গণেশ পুজোয় নিজের থেকে ২২ বছরের ছোট প্রেমিকার হাত ধরেই পাপারাজ্জির সামনে পোজ দিয়েছিলেন আরবাজ। তারপর থেকে আর তাঁর ও জর্জিয়ার সম্পর্ক নিয়ে কোনও সন্দেহের অবকাশ ছিল না। ‘গেস্ট ইন লন্ডন’, ‘ওয়েলকাম টু বজরংপুর’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন জর্জিয়া। তবে বলিউডে এখনও অভিনেত্রী হিসেবে কোনও সাফল্য তিনি পাননি। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় আরবাজের প্রেমিকা। সেখানে এমনই নানা ছবি ও ভিডিও শেয়ার করতেই থাকেন তিনি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া! কীভাবে নিয়েছিলেন প্রস্তুতি?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ