AI দিয়ে তৈরি করা নেটপাড়ার ভাইরাল ছবি (ইনস্টাগ্রাম)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত এক সপ্তাহ ধরে নেটপাড়াজুড়ে চর্চিত এক অহমিয়া কন্যা। অর্চিতা ফুকান। আমেরিকান পর্নতারকা কেন্দ্রা লাস্টের সঙ্গে ছবি ভাইরাল হওয়ার পর থেকেই রাতারাতি সোশাল মিডিয়ার ‘রাতরানি’ হয়ে ওঠেন এই অর্চিতা। শুধু তাই নয়, কেট লিনের ‘ড্যাম উন গ্র’ গানে অর্চিতার রিল ভিডিও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ‘বেবিডল আর্চি’ নামে এক ইনস্টা প্রোফাইলে দাবি করা হয়, এই অহমিয়া কন্যা নাকি ইতিমধ্যেই নীলছবির দুনিয়ায় পা রেখেছেন। ব্যস, তার পর থেকেই অতি কৌতূহলীরা অর্চিতার প্রাপ্তবয়স্ক ভিডিও খোঁজাও শুরু করেন। তবে প্রথম থেকেই নেটপাড়ার একাংশ অর্চিতার ছবি-ভিডিও দেখে সন্দেহ প্রকাশ করেছিলেন। আদৌ কি বাস্তবে ‘বেবিডল আর্চি’ নামে কেউ রয়েছেন? সত্যিই কি তিনি পর্ন ফিল্মের দুনিয়ায় পা রেখেছেন? জল্পনা অনেক। শেষমেশ সেই রহস্যভেদ করা গেল।
‘বেবিডল আর্চি’র ছবি দেখে ‘খোঁজ খোঁজ’ রব পড়ে তাঁকে নিয়ে। অবশেষে বিষয়টি নজরে আসে সেই অহমিয়াকন্যার পরিবারের। পরে ভাইরালকন্যার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ডিব্রুগড় পুলিশ। অর্চিতা বিবাহিতও। এদিকে তদন্তে নেমেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় হয় পুলিশের। জানা যায়, বেশ কয়েক সপ্তাহ ধরে ‘বেবিডল আর্চি’র নামে সেই ভুয়ো প্রোফাইলটি পরিচালনা করছিলেন প্রতিম বোরা নামে জনৈক যুবক। কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে অর্চিতা ফুকানের মুখ আর অন্য এক নারীর শরীর জুড়ে নিয়মিত আপত্তিকর পোস্টও করছিলেন তিনি। কিন্তু কেন অর্চিতাকেই টার্গেট করলেন তিনি? সেটার তদন্ত করতে গিয়েই পুলিশের হাতে এল চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম প্রতিম বোরা। আদতে সেই যুবক সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অর্চিতার প্রাক্তন প্রেমিক। থাকেন তিনসুকিয়ায়। প্রেম ভেঙে যাওয়ায় সম্মানহানি এবং হয়রানির জন্যই প্রাক্তন প্রেমিকার নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে আপত্তিকর সব পোস্ট করেছিলেন। প্রথমটায় পুলিশের হাত থেকে বাঁচতে আত্মগোপন করেছিলেন। কিন্তু ফোন ট্র্যাক করে অবশেষে প্রতিমকে খুঁজে বের করে পুলিশ। কিন্তু কেন্দ্রা লাস্টের সঙ্গে ভাইরাল হওয়া ছবিটি? এপ্রসঙ্গে অর্চিতার করেছেন, পর্নতারকার সঙ্গে যে ছবিটি পোস্ট করা হয়েছিল সেটা ভুয়ো এবং ভুয়ো অ্যাকাউন্ট থেকেই পোস্ট করা হয়েছিল। তাঁর দাবি, প্রতিম যে তাঁর নাম এবং ছবি ব্যবহার করে ইনস্টাগ্রামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে আপত্তিকর সব পোস্ট করছেন, সেটা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। তবে বন্ধুবান্ধব এবং পরিচিতরা এই বিকৃত ছবিগুলি দেখে তাঁকে বিষয়টি জানান। এরপরই অর্চিতার ভাই বিষয়টি পুলিশকে জানিয়ে অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, শনিবার সন্ধেবেলা অসমের ডিব্রুগড় থেকে প্রতিম বোরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসলে প্রেমের সম্পর্ক ভাঙার পর প্রতিশোধ নিতেই এআই (কৃত্তিম বুদ্ধিমত্তা)-এর সাহায্যে এই কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। এবার ‘ডিপ ফেক’ ভিডিও ছড়ানোর দায়ে গ্রেপ্তার যুবক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.