Advertisement
Advertisement
Sonam Kapoor

ফের মা হতে চলেছেন সোনম কাপুর! কবে আসছে নতুন অতিথি?

সোনমের দ্বিতীয়বার মা হওয়ার খবর ক্রমেই জোরাল হচ্ছে।

Sonam Kapoor is Are Sonam Kapoor and Anand Ahuja expecting their second child after son Vayu?
Published by: Arani Bhattacharya
  • Posted:October 1, 2025 5:21 pm
  • Updated:October 1, 2025 5:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেবীপক্ষেই ফের উখবর দিলেন সোনম কাপুর। বি টাউনে কান পাতলে শোনা যাচ্ছে অন্তঃসত্ত্বা হওয়ার পর বেশ কয়েকমাস কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী। যদিও তাঁরা নিজেরা সেই সুখবর জানাননি। কিন্তু সোনমের দ্বিতীয়বার মা হওয়ার খবর ক্রমেই জোরাল হচ্ছে।

Advertisement

আরও শোনা যাচ্ছে যে, স্বামী আনন্দ আহুজার সঙ্গে খুব শীঘ্রই নাকি এই খবর সকলের সঙ্গে ভাগ করে নেবেন সোনম। তবে সবটাই এখনও অবধি গুঞ্জন। এমনকি এটাও শোনা যাচ্ছে, এই খবর জানাজানি হতেই নাকি কাপুর এবং আহুজা পরিবারে বইছে আনন্দের হাওয়া। উল্লেখ্য ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান বায়ু জন্ম নেয়। চলতি বছরের আগস্ট মাসে ছেলের তৃতীয় জন্মদিন পালন করেছিলেন অভিনেত্রী। এবার শোনা যাচ্ছে, তাঁদের ঘরে আসছে আরও এক অতিথি।

সঞ্জয় লীলা বনশালির ছবির হাত ধরে বলিউডে জার্নি শুরু করেছিলেন সোনম। রণবীরের বিপরীতে ‘সাওয়ারিয়া’ ছবিতে প্রথম আত্মপ্রকাশ ঘটে তাঁর। এরপর বহু বলিউডের ছবিতেই অভিনয় করেছেন সোনম। শেষ তাঁকে দেখা গিয়ছিল ২০২৩ সালে ক্রাইম থ্রিলার ‘ব্লাইন্ড’ ছবিতে অভিনয় করতে। তবে এই মুহূর্তে স্বামি সংসার নিয়ে চুটিয়ে সংসার করতে ব্যস্ত সোনম। দ্বিতীয় সন্তান আসার গুঞ্জনে তাঁর পাকাপাকিভাবে বলিউড ছাড়ার খবর আরও জোরাল হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ