Advertisement
Advertisement
Arijit Singh Martin Garrix

অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে মার্টিন গ্যারিক্স, যুগলবন্দিতে আসছে নতুন গান

এড শিরানের পর এবার জিয়াগঞ্জে ডিজে মার্টিন গ্যারিক্স।

Arijit Singh Collaborates With Martin Garrix For New Son
Published by: Sandipta Bhanja
  • Posted:March 8, 2025 8:48 pm
  • Updated:March 8, 2025 8:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ফেব্রুয়ারি মাসেই অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে হাজির হয়েছিলেন এড শিরান। শিলংয়ে শো করতে যাওয়ার পথে ছুটে গিয়েছিলেন মুর্শিদাবাদে। প্রত্যন্ত অঞ্চলে দুই গায়ক সুপারস্টারের স্কুটি চড়ে রাতে ঘুরে বেড়ানোর ছবি-ভিডিও ভাইরাল হয়েছিল সেসময়ে। এবার অরিজিতের বাড়িতে আন্তর্জাতিক খ্যাতনামা সম্পন্ন ডিজে মার্টিন গ্যারিক্স। সেই সাক্ষাতের ঝলক সোশাল মিডিয়ায় নিজেরাই ভাগ করে নিয়েছেন অরিজিৎ এবং গ্যারিক্স।

Advertisement

সেই ভিডিওতেই দেখা গেল, কখনও অরিজিৎ সিংয়ের বাড়ির সোফায় গা এলিয়ে গানে মজেছেন মার্টিন গ্যারিক্স তো কখনও বা আবার গায়ককে আলিঙ্গন করে হাসিঠাট্টায় মেতে উঠেছেন। শুক্রবার রাতে সেই দৃশ্য দেখে প্রায় হতচকিত অনুরাগীরা! ঠিক যেমনটা শিরানের ক্ষেত্রেও হয়েছিল। কাজের সূত্রেই জিয়াগঞ্জে ঢুঁ মেরেছেন মার্টিন গ্যারিক্স। একসঙ্গে তাঁরা একটি দোভাষী গানের উপর কাজ করছেন। যে গানের নাম ‘অ্যাঞ্জেলস ফর ইচ আদার’। হিন্দি এবং ইংরেজি ভাষার মিশেলে তৈরি হচ্ছে গান।

গতবছরই অবশ্য আভাস মিলেছিল যে গ্যারিক্সের সঙ্গে কাজ করছেন অরিজিৎ সিং। জিয়াগঞ্জের ভূমিপুত্র তথা সুপারস্টার গায়ক যদিও বরাবরই এসব বিষয়ে স্পিকটি নট! লাইমলাইটের অন্তরালে থাকতেই পছন্দ করেন। তবে এবার মার্টিন গ্যারিক্সের সঙ্গে সাক্ষাতের ভিডিও ভাগ করে নিয়ে সুখবর দিয়েছেন তিনি। অরিজিতের মধ্যবিত্ত, সাদামাটা সংসারে আন্তর্জাতিক তারকাকে অনায়াস আড্ডা দিতে দেখে ধন্য ধন্য করছে নেটপাড়াও। শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে অরিজিৎ সিং-এর মুর্শিদাবাদের জিয়াগঞ্জে হাজির হয়েছেন ডিজে মার্টিন গ্যারিক্স। মার্টিন গ্যারিক্স ভারতে বহুবার পারফর্ম করেছেন। ২০১২ সালে সঙ্গীতজগতে আত্মপ্রকাশের পর থেকে মার্টিন গ্যারিক্স ‘অ্যানিমালস’, ‘ইন দ্য নেম অফ লাভ’, ‘সামার ডেজ’ এবং ‘স্কেয়ার্ড টু বি লোনলি’র মতো হিট গানের জন্য জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন। এবার অরিজিৎ সিংয়ের সঙ্গে যুগলবন্দিতে ‘অ্যাঞ্জেলস ফর ইচ আদার’ নিয়ে আসছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement