Advertisement
Advertisement
Arijit Singh

পরিচালক হিসেবে প্রথম ছবির জন্য প্রস্তুত অরিজিৎ সিং, কবে শুরু শুটিং?

এবার পরিচালনাতেও অরিজিতের জাদু দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

Arijit Singh Turns Director, With A Jungle Adventure
Published by: Arani Bhattacharya
  • Posted:July 15, 2025 9:02 pm
  • Updated:July 15, 2025 9:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর কন্ঠের জাদুতে বিভোর হয়ে থাকে আসমুদ্রহিমাচল। তিনি স্বনামধন্য সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। বাংলা হোক বা হিন্দি গান তাঁর তুলনা তিনি নিজেই। এবার পরিচালনাতেও তাঁর জাদু দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। পরিচালক হিসাবে এই ছবির হাত ধরেই আত্মপ্রকাশ ঘটতে চলেছে অরিজিতের। শোনা যাচ্ছে, এক ভিন্নধর্মী এক জঙ্গল অ্যাডভেঞ্চার নিয়ে আসছেন তিনি। যা প্যান ইন্ডিয়া মুক্তি পাবে। এর আগে ছবির পরিচালনা কখনও না করলেও অরিজিৎ বহু মিউজিক ভিডিও পরিচালনার কাজ করেছেন।

Advertisement

এই ছবির গল্প লিখেছেন অরিজিৎ ও তাঁর স্ত্রী কোয়েল দু’জনে। প্রযোজনার দায়িত্বে রয়েছে মহাবীর জৈন ফিল্মস ও আলোকদ্যুতি ফিল্মস। সহ প্রযোজনায় রয়েছে গড ব্লেস এন্টারটেনমেন্ট। ছবিতে উঠে আসবে প্রকৃতি ও মানুষের মেলবন্ধনের কথা। শোনা যাচ্ছে, ২০২৫ সালের শেষের দিকে এই ছবির শুটিং শুরু করবেন অরিজিৎ। অরিজিতের ছবি সংক্রান্ত যাবতীয় তথ্য এদিন সোশাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ।

 

জানা যাচ্ছে বহুদিন ধরেই নাকি পরিচালনা করার ইচ্ছা মনের মধ্যে রেখেছিলেন অরিজিৎ সিং। সেই ইচ্ছা অবশেষে পূরণ হতে চলেছে। স্ত্রীর সঙ্গে মিলে লিখে ফেলেছেন আসত একটা সিনেমার গল্প। অ্যাডভেঞ্চারের পাশাপাশি এই ছবিতে নাকি থাকবে অ্যাকশনও। ইতিমধ্যেই নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে ছবির চিত্রনাট্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement