Advertisement
Advertisement
Subhashree Ganguly

দেব-জিৎকে ‘জেন্টস সুপারস্টার’ বলি না, তাহলে শুভশ্রী কেন ‘লেডি সুপারস্টার’? ‘বৈষম্য’ নিয়ে প্রশ্ন অরিত্রর

'শুভশ্রীকে লেডি সুপারস্টার বলা বন্ধ হোক', কেন? ব্যাখ্যা করলেন অরিত্র দত্ত বণিক।

Aritra Dutta Banik on Subhashree ganguly's Lady Superstar tag
Published by: Sandipta Bhanja
  • Posted:September 2, 2025 5:19 pm
  • Updated:September 2, 2025 6:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টার কি শুধু পুরুষরাই? নারীদের জন্যে কি আলাদা কোনও শর্তাবলী প্রযোজ্য? শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) ‘লেডি সুপারস্টার’ তকমা নিয়ে সোজাসাপটা প্রশ্ন অরিত্র দত্ত বণিকের। সিনেইন্ডাস্ট্রির পুরুষ তারকাদের বেলায় শুধু ‘সুপারস্টার’ ট্যাগ, কিন্তু শুধু শুভশ্রীর বেলায় কেন ‘লেডি’ শব্দটা যোগ হবে, এটা শিল্পীদের মধ্যে বৈষম্য করে দেওয়া নয়? সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেই প্রশ্ন রাখলেন তিনি। অরিত্রর দাবি, ‘শুভশ্রীকে লেডি সুপারস্টার বলা বন্ধ হোক।’ কেন? তার কারণও নিজেই ব্যাখ্যা করলেন অরিত্র দত্ত বণিক।

Advertisement

তাঁর কথায়, “অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ‘লেডি সুপারস্টার’ বলা হয় কেন? এই ‘লেডি’ শব্দটি বাতিল করা উচিত বলে আমি মনে করি। দেব, জিৎ বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ‘স্টার’ বলার সময় কি আমরা ‘জেন্টস সুপারস্টার’ বলি? তাহলে শুভশ্রীর ক্ষেত্রে ‘লেডি’ কথাটা আলাদা করে জুড়ে দেওয়ার অর্থ, ‘স্টার’ কেবলমাত্র পুরুষরাই হতে পারেন, ‘স্টার’ হতে গেলে নারীদের জন্যে আলাদা কোনও শর্তাবলী আছে কি?” প্রশ্ন ছুড়েছেন অরিত্র দত্ত বণিক। উল্লেখ্য, শুভশ্রীর সঙ্গে ‘পরাণ যায় জ্বলিয়া’ ছবিতে শিশুশিল্পী হিসেবে স্ক্রিন শেয়ার করেছিলেন অরিত্র। সেটা ছিল ২০০৯ সালের কথা। কাট টু ২০২৫। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারকা নেটপ্রভাবী প্রশ্ন রাখলেন, কেন এহেন বৈষম্য?

Subhashree Ganguly is prepping for upcoming series Anusandhan

বছর খানেক ধরেই একের পর এক ছবিতে ছকভাঙা চরিত্রে ধরা দিয়ে অভিনেত্রী হিসেবে নিজের জাত বুঝিয়ে দিয়েছেন শুভশ্রী। তাঁর ঝুলিতেও বর্তমানে ডাকসাইটে সব সিনেমার চরিত্র। একদিকে সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’, অন্যদিকে ‘রায়বাঘিনী ভবশঙ্করী’। দুই পিরিয়ড ড্রামার বাঘা চরিত্রে দেখা যাবে তাঁকে। ‘পরিণীতা’র সময় থেকেই ভিন্ন স্বাদের সিনেমা-সিরিজে দর্শক, অনুরাগীদের মুগ্ধ করেছেন অভিনেত্রী। কখনও ডিগ্ল্যাম চরিত্রে কখনও বা আবার বৃদ্ধার ভূমিকায় চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে ভেঙেচুরে ক্যামেরার সামনে তুলে ধরেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সময়ের সঙ্গে, কাজের সঙ্গে পাল্লা দিয়ে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে তাঁর অনুরাগীর সংখ্যাও। নারীকেন্দ্রিক ছবি-সিরিজেও নিজ অভিনয়গুনে দর্শক ধরে রাখতে সমর্থ তিনি, সেই যুক্তি দিয়েই অরিত্রর মন্তব্য, “শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নিজের বিরাট ফ্যান ক্লাব রয়েছে। কয়েক লাখ মানুষ তাঁর অনুগামী, পোস্টারে তাঁর মুখ দেখে হাজার হাজার টিকিট বিক্রি হয় কিংবা ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রাইবার আসে। সাম্প্রতিক একাধিক ছবিতে শুভশ্রী অভিনেত্রী হিসেবে ‘পুরুষ হিরো’র ব্র‍্যান্ডিংয়ের বাইরে বেরিয়ে নিজের চরিত্রের অভিনয় দিয়ে বহু মানুষের মন জয় করেছেন। মহিলা বলে আলাদা করে ‘লেডি’ ক্লাসিফিকেশন করে সরিয়ে দিলে তাঁকে এবং অন্যান্য নারীদের, যাঁরা ওঁর মতো ফিল্ম ও মডেলিংয়ে সফল হতে চাইছেন, তাঁদের দুর্বল করে দেখা হচ্ছে। অতঃপর শুভশ্রীর পরিচয় ‘লেডি সুপারস্টার’ বলে নয়, নিজের কাজের সাফল্যের কারণে একজন ‘স্টার’ বা ‘সুপারস্টার’ টাইটেল পাওয়ার যোগ্য। তাই এসব বলা বন্ধ হোক।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ