Advertisement
Advertisement

Breaking News

Aryan-Suhana Khan-Shah Rukh Khan

‘বাবা, তোমাকে খুব ভালোবাসি’, বাবার সাফল্যে গর্বিত আরিয়ান-সুহানা, খোলা চিঠিতে আর কী লিখলেন?

শাহরুখের জাতীয় পুরস্কার প্রাপ্তিতে গর্বিত স্ত্রী গৌরী থেকে সুহানা ও আরিয়ান।

Aryan And Suhana Khan Celebrate SRK’s First National Award Win
Published by: Arani Bhattacharya
  • Posted:September 24, 2025 5:58 pm
  • Updated:September 24, 2025 6:01 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন দশকের ফিল্মি কেরিয়ারে প্রথম জাতীয় পুরস্কার প্রাপ্তি। শাহরুখের এই প্রাপ্তিতে উচ্ছ্বসিত আসমুদ্রহিমাচল। মঙ্গল সন্ধ্যায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত হয় ৭১তম জাতীয় চলচ্চিত্র সেরাদের পুরস্কার প্রদানের এই অনুষ্ঠান। ভারতীয় বিনোদুনিয়াকে উদযাপনের এ এক অনন্য মঞ্চ। আর সেই মঞ্চ থেকেই অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবির জন্যও সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন শাহরুখ। তবে তাঁর এই সম্মানে তাঁর বৃহত্তর পরিবার উচ্ছ্বসিত। একইসঙ্গে মান্নাতে তাঁর তিন দশকের কেরিয়ারের মুকুটে নয়া পালক যোগ হওয়া নিয়ে উচ্ছ্বসিত স্ত্রী গৌরী থেকে সুহানা ও আরিয়ান।

Advertisement

এদিন বাবা শাহরুখ শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে যৌথভাবে শুভেচ্ছা জানান আরিয়ান ও সুহানা। ক্যাপশনে লেখেন, ‘তুমি সব সময়ই বলো তুমি কখনও রুপো জেতোনি, কেবলই সোনা হারিয়েছ। কিন্তু এক্ষেত্রে রুপোই আসল সোনা। তোমার এই সম্মানপ্রাপ্তিতে আমরা আপ্লুত। অনেক অভিনন্দন বাবা। তোমাকে খুব ভালোবাসি।’ সুপারস্টার-স্বামী শাহরুখের তিন দশকের অভিনয় জীবনে এ সম্মানপ্রাপ্তিতে আপ্লুত গৌরীও। কিং খানকে ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছিলেন গৌরী। লিখলেন, ‘কি অসাধারণ তোমার শাহরুখ। অনেক শুভেচ্ছা তোমার এই জাতীয় পুরস্কারপ্রাপ্তিতে। এটা তোমার তোমার এত বছরের কঠিন পরিশ্রমের ফল। এখন তোমার এই সম্মানপ্রাপ্তির পর বাড়িতে তোমার এই পুরস্কার ঢেকে রাখার জন্য বিশেষ ব্যবস্থা করছি।’

পয়লা আগস্টেই চলতিবারের জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ্যে এসেছিল। মঙ্গলবার দিল্লির বিজ্ঞানভবনে বিজয়ীদের হাতে জাতীয় সম্মানের স্মারক তুলে দিলেন রাষ্ট্রপতি। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হলেন বিক্রান্ত মাসেও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন রানি মুখোপাধ্যায়ও। বলিউডের ‘রাহুল-টিনা’ জুটির এহেন পুরস্কারপ্রাপ্তি যেন নস্ট্যালজিয়া উসকে দিল। প্রসঙ্গত, এই মঞ্চেই দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হলেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল। সেরা হিন্দি ছবির পুরস্কার পেল ‘কাঠাল: আ জ্যাকফ্রুট মিসট্রি’। তিন-তিনটে জাতীয় পুরস্কার টিম ‘সাম বাহাদুর’-এর ঝুলিতে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ